উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অধীনস্থ স্কুলের পড়ুয়াদের পাশে হার ৯৮.৭৬ %।উত্তীর্ণদের মধ্যে এ রাজ্যর পড়ুয়ার সংখ্যা ৫,১৭০ জন। ভিন্রাজ্যের ৯২ জন এই পরীক্ষায় পাশ করেছেন। উত্তীর্ণেরা সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
advertisement
চলতি বছর ৯ অগস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রবেশিকা পরীক্ষার মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগেই ওবিসি সংরক্ষণ মামলায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। থমকে যায় ফল ঘোষণা। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর জটিলতা কাটতেই ফল প্রকাশের দিন ঘোষণা করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে স্নাতকের প্রবেশিকার ফলাফল দেখে নিতে পারবেন। এই ফলাফলের নিরিখেই কাউন্সেলিং এবং ভর্তির তারিখ জানিয়ে দেবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই অনুযায়ী পড়ুয়ারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বিভিন্ন বিষয়ে ভর্তি হতে পারবেন। সংরক্ষণের তালিকা অনুযায়ী, ওবিসি শ্রেণিভুক্তদের জন্য ৬০৯-এর বেশি আসন বরাদ্দ করা হয়েছে।
মেধা তালিকা প্রকাশের পর কবে থেকে কাউন্সিলিং করা হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তি আগামীকাল জারি করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলির দাবি তুলেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতকের প্রবেশিকা পরীক্ষার ফলাফল বের করার জন্য। অবশেষে জটিলতা কাটিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়