TRENDING:

PG Admission 2025: ৮ অগাস্ট থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু! কবে প্রকাশিত হবে মেধাতালিকা? ক্লাস শুরু কবে জানাল দফতর

Last Updated:

PG Admission 2025: স্নাতকোত্তরে ভর্তির আবেদনের দিন ঘোষণা করল উচ্চশিক্ষা দফতর। ৮ অগাস্ট থেকে শুরু হবে এই প্রক্রিয়া। স্নাতকোত্তরে ক্লাস শুরু ১ লা সেপ্টেম্বর থেকে। ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা আর বৃদ্ধি করেনি সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ স্নাতকোত্তরে ভর্তির আবেদনের দিন ঘোষণা করল উচ্চশিক্ষা দফতর। ৮ অগাস্ট থেকে শুরু হবে এই প্রক্রিয়া। স্নাতকোত্তরে ক্লাস শুরু ১ লা সেপ্টেম্বর থেকে। ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা আর বৃদ্ধি করেনি সরকার। প্রথম পর্যায়ে মেধাতালিকা প্রকাশ করা হবে ৭ অগাস্ট। তা আগেই জানানো হয়েছিল শিক্ষা দফতরের পক্ষ থেকে।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ মাত্র ৩০ মিনিট…! ১২ বাড়ি রান্না করে যা আয় করছেন এই মহিলা, ভাবতেও পারবেন না

ঠিক তার পরের দিন ৮ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত স্নাতকোত্তরে ভর্তির আবেদন নেওয়া হবে। স্নাতকোত্তরের মেধাতালিকা প্রকাশিত হবে ২৫ অগাস্ট। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হওয়ার পাশাপাশি ওই মাসের মধ্যেই যাবতীয় যাচাইয়ের কাজ শেষ করে ফেলার নির্দেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে ৮০ শতাংশ নিজেদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি করাতে হবে স্নাতকোত্তর স্তরে। ২০ শতাংশ পড়ুয়া অন্য বিশ্ববিদ্যালয়গুলি থেকে ভর্তি করানো যেতে পারে। তবে যে বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কোন‌ও কলেজ নেই, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ৯০ শতাংশ পড়ুয়া তাঁদের নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি করতে হবে, বাকি ১০ শতাংশ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি করানো যাবে। অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতকস্তরে ভর্তির শেষ দিন ছিল ৩০ জুলাই। সন্ধ্যা ৬টা অবধি তিন লক্ষ ৫৯ হাজার ১১৪ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
PG Admission 2025: ৮ অগাস্ট থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু! কবে প্রকাশিত হবে মেধাতালিকা? ক্লাস শুরু কবে জানাল দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল