Odisha Police ASI Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২ জানুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানিতে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
Odisha Police ASI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৪৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ওড়িশা পুলিশ (Odisha Police) |
পদের নাম: | এএসআই কমিউনিকেশন (ASI Communication) |
শূন্যপদের সংখ্যা: | ১৪৪ |
কাজের স্থান: | ওড়িশা |
কাজের ধরন: | সরকারি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিএসসি ডিগ্রি সহ কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইত্যাদিতে ডিপ্লোমা বা ডিগ্রি |
বেতনক্রম: | মাসিক ১৫ হাজার টাকা |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ০২.০১.২০২২
আরও পড়ুন: স্টাফ সিলেকশন বোর্ডে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি!
Odisha Police ASI Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
বিএসসি ডিগ্রি সহ কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস/ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট/ পদার্থবিদ্যা/ গণিত/ পরিসংখ্যান/ ইলেকট্রনিক্স বা সংশ্লিষ্ট বিষয়ে বি.টেক. অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে অথবা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইন্সট্রুমেন্টেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (বিএসসি) উত্তীর্ণরা আবেদন করার যোগ্য।
Odisha Police ASI Recruitment 2021: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
Odisha Police ASI Recruitment 2021: বেতনক্রম
প্রাথমিক নিয়োগের সময়কালে, 'প্রাথমিক নিযুক্তরা' সরকার কর্তৃক 'ওড়িশা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদ (চুক্তিভিত্তিক নিয়োগ) সংশোধনী নিয়ম, ২০২১' অনুসারে প্রতি মাসে ১৫,০০০ টাকা (প্রথম বছর) পারিশ্রমিক পাবেন।