ছাত্রদের মধ্যে উৎসাহ সঞ্চারের উদ্যোগ নিল কর্তৃপক্ষ। জেলা শিক্ষা দফতরের উৎসাহে এই পদক্ষেপ করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় ক্লাসরুম থেকে উঠে যাচ্ছে ‘ব্যাক বেঞ্চ’ বা লাস্ট বেঞ্চ। পরিবর্তে ইউ আকৃতি বা অর্ধচন্দ্রাকৃতি আকারে বসবে পড়ুয়ারা৷ ক্লাসরুম ব্যবস্থায় প্রত্যেক পড়ুয়ার নাগালের মধ্যে পৌঁছে পাঠ দেবেন শিক্ষক। কর্তৃপক্ষের ধারণা, এতে ছাত্রদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।
advertisement
প্রচলিত ধারণা, পিছনের আসনের ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে পড়ে। নতুন ভাবে সাজানো এই ক্লাসরুম সে ধারণা বদলে দেবে বলে মনে করা হচ্ছে। কারণ, এখানে প্রথম বা দ্বিতীয় বেঞ্চ বলে কোনও আসন থাকবে না।
আরও পড়ুন : দাঁতের কালো গর্তে পুলটিশ দিন রান্নাঘরের এই ৩ জিনিস এক কুচি! নিমেষে কমবে চোখে জল আনা ব্যথা!
সম্প্রতি মালদহের শতবর্ষ প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে “নো মোর ব্যাকবেঞ্চার্স” মডেলের সূচনা হয়েছে। স্কুলের প্রধানশিক্ষক অজয়কৃষ্ণ রায় শিক্ষা দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ক্লাসরুম নিয়ে ছাত্রদের মধ্যেও উৎসাহ ও উচ্ছ্বাস তুঙ্গে ।
