James D Watson: প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন! DNA-কে চিনিয়েছিলেন হাতে ধরে, বিজ্ঞান সাধনার এক যুগের অবসান
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপরে জেমস ডি ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক যৌথ ভাবে ডিএনএ-র ডাবল হেলিক্স স্ট্রাকচার ব্যাখ্যা করেন৷ যা বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারগুলির অন্যতম বলে মনে করা হয়৷
advertisement
1/7

ওয়াশিংটন: শেষ হল বিজ্ঞান সাধনার এক অধ্যায়ের৷ জেমস ডি ওয়াটসন৷ ফ্রান্সিস ক্রিকের সঙ্গে যৌথ ভাবে যিনি ডিএনএ-র গঠন ব্যাখ্যা করে ১৯৫৩ সালে পেয়েছিলেন নোবেল পুরস্কার৷ মলিকিউলার বায়োলজির ভিত্তি স্থাপনে যাঁর অবদান অন্যতম৷ মারা গেলেন সেই বিখ্যাত মার্কিন বায়োলজিস্ট৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৭ বছর৷
advertisement
2/7
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, লঙ আইল্যান্ডের কোল্ডফিল্ড ল্যাবরেটরি, যেখানে তিনি দীর্ঘদিন ধরে তাঁর গবেষণার কাজ চালিয়ে গিয়েছেন, সেখান থেকে বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ গত ১ সপ্তাহ ধরে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ স্থানীয় সময় শুক্রবার মারা যান৷
advertisement
3/7
১৯২৮ সালে শিকাগোয় জন্ম৷ মাত্র ১৫ বছর বয়সে শিকাগো বিশ্ববিদ্যালয়ে যোগ দেন৷ মাত্র ২২ বছর বয়সেই ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে জুলজি অর্থাৎ প্রাণিবিদ্যায় পিএইচডি করেন তিনি৷
advertisement
4/7
তবে ১৯৫০ সালে কেমব্রিজের ক্যাভেনডিশ ল্যাবরেটরিতে কাজ করার সময় তিনি আকৃষ্ট হয়ে পড়েন জেনেটিক্স অর্থাৎ জিনতত্ত্বের প্রতি৷ সেখানে তাঁর দেখা ও বন্ধুত্ব হয় সতীর্থ ফ্রান্সিস ক্রিকের সঙ্গে৷
advertisement
5/7
এরপরে জেমস ডি ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক যৌথ ভাবে ডিএনএ-র ডাবল হেলিক্স স্ট্রাকচার ব্যাখ্যা করেন৷ যা বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারগুলির অন্যতম বলে মনে করা হয়৷
advertisement
6/7
ওয়াটসন-ক্রিকের সেই ডাবল হেলিক্যাল ডিএনএ মডেলের ব্যাখ্যা গবেষণা পত্র হিসাবে প্রকাশিত হয় ১৯৫৩ সালে৷ ১৯৬২ সালে ফিজিওলজি অথবা মেডিসিন বিভাগে তাঁদের গবেষণার জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হন বিজ্ঞানীদ্বয়৷
advertisement
7/7
তাঁদের এই আবিষ্কার বায়োলজি অর্থাৎ জীববিদ্যার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়৷ মডার্ন জেনেটিক্স, বায়োটেকনোলজি, ফরেন্সিক্সে গবেষণার তাগিদ বাড়ে৷ শুরু হয় জীববিজ্ঞান সাধনার নতুন যুগ৷