NISER Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
NISER Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
advertisement
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
NISER Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-সি (অ্যানিমাল হাউজ): | ১টি পদ |
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-বি (মেকানিক্যাল): | ১টি পদ |
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-বি (লাইব্রেরি): | ১টি পদ |
টেকনিশিয়ান-সি (মেকানিস্ট): | ১টি পদ |
টেকনিশিয়ান-সি (লাইব্রেরি): | ১টি পদ |
টেকনিশিয়ান-বি (মেকানিস্ট): | ১টি পদ |
টেকনিশিয়ান-বি (ফিটার/ ওয়েল্ডার): | ১টি পদ |
টেকনিশিয়ান-বি (ইলেকট্রিক্যাল): | ১টি পদ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ, ভুবনেশ্বর (NISER)
পদের নাম: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-সি (অ্যানিমাল হাউস), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-বি (মেকানিক্যাল), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-বি (লাইব্রেরি), টেকনিশিয়ান-সি (মেকানিস্ট), টেকনিশিয়ান-সি (লাইব্রেরি), টেকনিশিয়ান-বি (মেকানিস্ট), টেকনিশিয়ান-বি (ফিটার/ ওয়েল্ডার), টেকনিশিয়ান-বি (ইলেকট্রিক্যাল)
আরও পড়ুন - নামী সংস্থায় ম্যানেজার পদে নিয়োগ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?
শূন্যপদের সংখ্যা: ৮
কাজের স্থান: ভুবনেশ্বর
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও পরবর্তীতে ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৩.০১।.২০২২
আরও পড়ুন - প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত!
NISER Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। অন্য দিকে, টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।সরাসরি আবেদনের লিঙ্ক- https://ims.niser.ac.in/OnlineRecruitmentApplication.action
NISER Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। SC, ST, PwD, মহিলা ও প্রাক্তন চাকরিজীবীদের আবেদন ফি মকুব করা হয়েছে।