NIA Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা নিয়োগের বিজ্ঞাপন জারি হওয়ার তারিখ থেকে এক মাস পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইন ও অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
NIA Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সাব ইন্সপেক্টর – ৪৩টি পদ
হেড কনস্টেবল - ২৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির (National Investigation Agency)
পদের নাম | সহকারী সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল |
শূন্যপদের সংখ্যা | ৬৭ |
কাজের স্থান | কলকাতা, রায়পুর, জম্মু ইত্যাদি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ দিন | বিজ্ঞাপন প্রকাশের ১ মাসের মধ্যে |
NIA Recruitment 2022: আবেদনের যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর- NIA অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
হেড কনস্টেবল- NIA হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
NIA Recruitment 2022: কী ভাবে আবেদন করতে হবে
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট আবেদনপত্রটি ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র ও অন্য প্রয়োজনীয় নথি এবং শংসাপত্রের প্রত্যয়িত নকল-সহ প্রতিষ্ঠানের নিজস্ব ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘SP (Administration), NIA Building, Lodhi Road, opposite CGO complex, New Delhi-110003
NIA-তে হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরে, দিল্লি, গুয়াহাটি, মুম্বই, হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ, কোচি, কলকাতা, রায়পুর, জম্মু, চণ্ডীগড়, ভাপোল, ভুবনেশ্বর, জয়পুর, পাটনা ইত্যাদি অনেক শহরে প্রার্থীদের নিয়োগ করা হবে।