ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু-সহ মোট ১৩টি ভাষায় হবে NEET UG পরীক্ষা৷ সম্প্রতি একটি জল্পনা চলেছিল যে সম্ভবত প্রতি দুই বছরে একবার করে হবে নিট পরীক্ষা৷ তবে সরকারি ভাবে এমন সমস্ত জল্পনা খারিজ করে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: জয়েন্টে স্কোর ১০০ শতাংশ, কিন্তু তাও আবার পরীক্ষায় বসতে চান এই টপার!
advertisement
এই পরীক্ষায় বসার শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস-সহ অন্যান্য সমস্ত বিশদ বিবরণ
শিক্ষাগত যোগ্যতা: যেসমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন অথবা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণিতে পাঠরত তাঁরা NEET UG তে বসতে পারবেন৷
বয়স সীমা: প্রার্থীদের বয়স অন্তত ১৭ বছরের বেশি হওয়া বাঞ্ছনীয়
সিলেবাস: ক্লাস ১২ বোর্ডের পরীক্ষার সিলেবাসের মতোই NEET UG-এর সিলেবাস৷ পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যার মতো বিষয়গুলিতে ক্লাস ১১ এবং ১২-এর সিলেবাসকেই প্রাধান্য দিতে হবে ৷ আশা করা যায় গত বছরের মতো এবছরও পরীক্ষার সিলেবাস একই থাকবে৷
আরও পড়ুন: NEET PG- পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করুন এখনই, হাতে সময় খুবই কম
পরীক্ষার পদ্ধতি: ২০০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন- প্রতিটি প্রশ্নের চারটি অপশন থাকছে৷ পরীক্ষার থাকছে তিনটি ভাগ- পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা (বোটানি এবং জুলজি)৷ প্রতিটি বিষয় থেকে ৫০টি প্রশ্ন থাকবে৷ এই ৫০ টি প্রশ্ন বিভক্ত থাকবে দুটি সেকশনে এ এবং বি৷ পরীক্ষার মোট নম্বর ৭২০ এবং প্রতিটি প্রশ্নের মান চার৷ তবে ভুলে গেলে চলবে না নেগেটিভ মার্কিংয়ের কথা৷ প্রতিটি ভুল উত্তরের জন্য এক মার্ক কাটা যাবে৷ এই ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষায় পাস করার সর্বনিম্ন কত নম্বর লাগবে দেখ নেওয়া যাক৷
আনরিসার্ভড ক্যাটাগরি- ৫০ শতাংশ
পিডাব্লিউডি ক্যাটাগরি- ৪৫ শতাংশ
এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি- ৪০ শতাংশ