দেশজুড়ে মোট ৪৬ জন শিক্ষককে এই বিশেষ 'জাতীয় শিক্ষক পুরস্কার' সম্মান দেওয়া হবে। তার মধ্য থেকে এই প্রথম কোনও প্রাইমারি স্কুলের শিক্ষক এই সম্মান পেলেন। স্বভাবতই এই সম্মাননা এক অন্য মাত্রা এনে দিয়েছে রাজ্যের ঝুলিতে।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি থেকে নারী সুরক্ষা, একাধিক ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস
advertisement
আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বিজ্ঞান ভবনে এই সম্মান দেওয়া হবে। রাজ্যের কোনও প্রাইমারি স্কুলের শিক্ষক এই প্রথম কেন্দ্রের সন্মান পাচ্ছেন। নিঃসন্দেহে তা রাজ্য সরকারের প্রাইমারি শিক্ষা ব্যবস্থার জন্যও গর্বের বিষয়। এই তালিকায় অন্যান্য রাজ্যের হাই স্কুলের শিক্ষকরা রয়েছেন। আছেন সিবিএসই, আইসিইসি বোর্ডের স্কুলের শিক্ষকরা।
আরও পড়ুন: মাত্র ২২৫ টাকাতেই দীঘায় থাকার দারুণ সরকারি ব্যবস্থা! বুকিং অনলাইনে! জানুন বিশদে..
কৃতজ্ঞতার সুর শিক্ষক বুদ্ধদেব দত্তর গলায়। তিনি বলেন, "একজন শিক্ষক হিসেবে এই স্বীকৃতি তুলনা নেই। তবে এর জন্য আমি স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক, আধিকারিকদের আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এই স্বীকৃতি আমাদের সকলের। তবে আমাদের ছাত্র-ছাত্রীরা যদি মানবিকতা, সহমর্মিতা, জ্ঞান সবকিছু নিয়ে জীবনে প্রকৃত শিক্ষায় শিক্ষা অর্জন করতে পারেন তবে সেটাই হবে আমার সবথেকে বড় পুরস্কার।" একইসঙ্গে তিনি বলেন, এই জয়পুর স্কুলেরই ছাত্র আমি। তাই এই স্কুলের প্রতি দায়বদ্ধতা ছিলই। দায়িত্ব জেলার প্রতিও। এই সম্মানের সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব যেন আরও বেড়ে গেল।