পিএমও-র ট্যুইটে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে কেন্দ্রীয় সরকারের সব দফতর এবং মন্ত্রকের মানব সম্পদের পরিস্থিতি খতিয়ে দেখার পর আগামী আগামী দেড় বছরের মধ্যে দ্রুততার সঙ্গে দশ লক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছেন৷
নরেন্দ্র মোদি সরকারের আমলে বার বারই বেকারত্ব বৃদ্ধির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷ পাশাপাশি বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরেও দেশে ও দেশের বাইরে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতিতে দশ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা যে সরকারের ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল করবে, তা বলার অপেক্ষা রাখে না৷
যদিও প্রধানমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, '২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ যার অর্থ, আট বছরে ১৬ কোটি চাকরি হওয়ার কথা৷ সেই চাকরি কবে হবে?'
তৃণমূল সাংসদ শান্তনু সেনেরও দাবি, 'এসব প্রতিশ্রুতিতে মানুষ আর বিশ্বাস করবে না৷ ২০২৪ সালেই জবাব পাবেন প্রধানমন্ত্রী৷'