খুব অল্প বয়স থেকে পরিশ্রম করেছেন, আর সবার মতোই ভিড় ঠেলে যাতায়াত করেছেন গণপরিবহনে, একেবারে অল্প বয়স থেকে কঠোর পরিশ্রমে গড়ে তুলেছেন ঐশ্বর্য। শিখেছেন প্রতি পদে, আর এবার, দেশের যুবসমাজকেও সেই বার্তাই দিচ্ছেন তিনি।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি বৃহস্পতিবার ক্রমবর্ধমান বিশ্বব্যাপী প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যে ভারতের যুবসমাজকে দেশের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গান্ধিনগরে পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটির (PDEU) দ্বাদশ সমাবর্তনে স্নাতকদের উদ্দেশ্যে আম্বানি একটি অনুপ্রেরণামূলক ভাষণ দেন।
advertisement
আরও পড়ুন: শূন্যপদ ১৩৪২১, আবেদন জমা পড়ল ৬০০০০! প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কোথায়-কবে? বড় খবর
স্নাতক শ্রেণীর উদ্দেশে আম্বানি দেশের ভাগ্য গঠনে পরবর্তী প্রজন্মের রূপান্তরমূলক ভূমিকার কথা বলেন। “পরবর্তী প্রজন্ম ভারতকে বদলে দেবে,” তিনি বলেন, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শিক্ষার্থীদের উদ্ভাবন এবং জীবনব্যাপী শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
তিনি তরুণ স্নাতকদের জাতীয় আকাঙ্ক্ষার মশালবাহক হিসেবে আরও চিহ্নিত করেন, যাঁরা পেশাগত জীবনে পা রাখার সময় ১.৪ বিলিয়ন ভারতীয়ের আশা বহন করেন। “তোমরা ভারতের আকাঙ্ক্ষার মশালবাহক,” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাঁদের অর্জন “জীবনের বিশ্ববিদ্যালয়ে” একটি বৃহত্তর যাত্রার সূচনার ইঙ্গিত দেয়, সে কথাও স্পষ্ট করে দেন।
বক্তব্য রাখছেন মুকেশ আম্বানি
বিশ্ববিদ্যালয়ের গভর্নর বোর্ডের প্রতিষ্ঠাতা-সভাপতি এবং চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনকারী আম্বানি ভারতের অত্যাধুনিক ক্ষেত্রগুলিতে স্বনির্ভর হওয়ার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। “ভারতকে অবশ্যই আত্মনির্ভর হতে হবে … AI-তে তীব্র বিশ্বব্যাপী প্রতিযোগিতা রয়েছে,” তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি কৌশলগত ক্ষেত্র হিসাবে তুলে ধরে বলেন যে সেখানে ভারতীয় প্রতিভাদের অবশ্যই বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে এবং প্রতিযোগিতা করতে হবে।
স্নাতকদের মধ্যে কৃতিত্বের অনুভূতি উদযাপন করে আম্বানি বলেন, “আজ তোমাদের দিন… আমি তোমাদের মুখে উত্তেজনা এবং কৃতিত্বের গভীর অনুভূতি দেখতে পাচ্ছি”।
তাঁর ভাষণ জুড়ে তিনি স্নাতকদের কেবল ব্যক্তিগত উৎকর্ষের লক্ষ্যে প্রচেষ্টার জন্যই নয়, বরং ভারতের প্রযুক্তিগত ও অর্থনৈতিক নেতৃত্বের লক্ষ্যে অবদান রাখার জন্যও উৎসাহিত করেন। “আজ, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আরও ভাল করার জন্য, আগামী বছরগুলিতে ভারতীয়দের গর্বিত এবং PDEU-কে আরও বৃহত্তর করার জন্য আরও দৃঢ়প্রতিজ্ঞ হলাম,” তিনি যোগ করেন।
