TRENDING:

ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Last Updated:

রাজ্য জুড়ে বেসরকারি ডি এল এড কলেজ রয়েছে ৫৯৬ টি। দুপুর ১ টা থেকে ezcc তে এই বৈঠক হবে।বৈঠকে থাকবেন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইডি, সিবিআই তদন্তের মাঝেই রাজ্যের সব ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের জরুরী তলব প্রাথমিক শিক্ষা পর্ষদ এর। ১৮ই অক্টোবর অর্থাৎ আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ সল্টলেকের এর একটি ভবনেই এই বৈঠক করবে বলেই পর্ষদ সূত্রে খবর। রাজ্য জুড়ে বেসরকারি ডি এল এড কলেজ রয়েছে ৫৯৬ টি। প্রত্যেকটি d.el.ed কলেজের প্রিন্সিপালদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এদিনের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের।
meeting with the principal of d.el.ed colleges- Photo- Representative
meeting with the principal of d.el.ed colleges- Photo- Representative
advertisement

প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তদন্তে d.el.ed কলেজগুলি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এমনটাই ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি।

আরও পড়ুন - Weather Alert: এখনও বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি, সঙ্গী হু হু হাওয়া, কলকাতা সহ পশ্চিমবঙ্গের লেটেস্ট ওয়েদার আপডেট

advertisement

যদিও এই বৈঠক কেন তা নিয়ে বিস্তারিত তথ্য ডিএলএড কলেজের প্রিন্সিপালদের দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় এত সংখ্যক কলেজে প্রিন্সিপালদের সশরীরে বৈঠকের নজির নেই বলে দাবি করছেন আধিকারিকদের একাংশ। আগামী দিনে d.el.ed কলেজগুলি কীভাবে পরিচালিত হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি বিভিন্ন সময় ডিএলএড কলেজ গুলি নিয়ে যে অভিযোগ ওঠে সেই প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা ওই দিনের বৈঠকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন -  Today's Panjika: দুপুরের ‘এই’ সময়েই রাহু কালের যোগ, তাই গুরুত্বপূর্ণ কাজ কখন সারবেন, জানুন আজকের পঞ্জিকা

পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস নিয়ে কি ভাবছে সেই বিষয়ে বেশ কিছু গাইডলাইন দেওয়া হতে পারে ওই বৈঠকে। ছাত্র ভর্তি নিয়ম কিছু পরামর্শ দেওয়া হতে পারে এই বৈঠকে। সাম্প্রতিক সময় ডি এল এড কলেজগুলির পরিচালনরত পদ্ধতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। মনে করা হচ্ছে মঙ্গলবারের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশে এই বিষয় নিয়ে দেওয়া হতে পারে।

advertisement

প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই টেটের আবেদন পত্র দিতে শুরু করেছে। পাশাপাশি নিয়োগের প্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে আগামী ২১শে অক্টোবর থেকে। ১১ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। ইতিমধ্যেই তা বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সবমিলিয়ে আগামী সপ্তাহের এই ডিএলএড কলেজের প্রিন্সিপালদের নিয়ে বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Somraj Bandopadhay

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল