LAT ২০২৩: এবছর CLAT-এর পরীক্ষা হবে ডিসেম্বরের ১৮ তারিখে, অফলাইন মোডে, জানাল দ্য কনসর্টিয়াম অফ ন্যাশানাল ল ইউনিভার্সিটিজ৷ পরীক্ষার্থীরা CLAT-এর অফিসিয়াল ওয়েবসাইট consortiumofnlus.ac.in-এ গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন৷ ডিসেম্বরের ৬ তারিখ থেকে উপলব্ধ হবে এই অ্যাডমিট কার্ড৷
আইন নিয়ে স্নাতক এবং স্নাতকত্তর স্তরে পড়ার জন্য দেশের আইন বিশ্ববিদ্যালয় গুলিতে সুযোগ পেতে CLAT পরীক্ষা দিতে হয়৷ এই পরীক্ষা দিয়ে দেশের ২২ টি আইন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যায়৷
advertisement
আরও ুপড়ুন: Primary TET|| রবিবার প্রাথমিকের টেট, পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, এক ক্লিকে জানুন
CBSE তারিখ ঘোষণা: ক্লাস ১০ এবং ১২ পরীক্ষার তারিখ ঘোষণা করল CBSE বোর্ড৷ ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বলে জানাচ্ছে CBSE৷ CBSE- এর দুটি অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং cbse.nic.in-এ গিয়ে বিষদে জানতে পারবেন৷
JEE Main registrations: শুরু হয়ে যাবে JEE main2023-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া৷ ড্সেম্বরের ১১ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ পরীক্ষা হবে সকাল ভাগে, সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত এবং বিকাল ৩ টা থেকে ৬ পর্যন্ত৷
আরও পড়ুন: সামনেই CBSE ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা, তারিখ ঘোষণা বোর্ডের
JNUEE admit card: জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট jnueexams.nta.ac.in-এ অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে৷ পরীক্ষা হবে CBT পদ্ধতিতে৷ ডিসেম্বরের ৭,৮,৯ এবং ১০ তারিখে হবে JNU-এর প্রবেশিকা পরীক্ষা৷
XAT: Xavier Aptitude Test (XAT) 2023 -এর আবেদনের সময়সীমা বাড়াল জেভিয়ারস্ স্কুল অফ ম্যানেজমেন্ট৷ পরীক্ষার্থীরা জেভিয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট xatonline.in-এ গিয়ে আবেদন করতে পারবেন৷ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে খরচ হবে ২০০০ টাকা৷ XAT2023 -এর টিকিট পাওয়া যাবে ডিসম্বরের ২০ তারিখ থেকে, এবং জানুয়ারির ৮ তারিখে পরীক্ষা হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানান হয়েছে৷ পরীক্ষা শুরু হবে দুপুর ২.০০ থেকে এবং চলবে বিকাল ৫.১০ পর্যন্ত৷ XAT-এর মার্কস থেকে ১৬০ টিরও বেশি প্রতিষ্ঠানে MBA পড়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা৷
NEET SS choice-filling: NEET-এর সুপার স্পেশালিটি কাউনন্সেলিং-এর পছন্দের ভর্তি বর্তমানে চলছে৷ ডিসেম্বরের ৮ এবং ৯ তারিখ পর্যন্ত এই বরাদ্দ করার প্রক্রিয়া চলছে৷ ডিসেম্বরের নাম নথিভুক্ত করার শেষ তারিখ ডিসেম্বরের ১০ তারিখ৷
Delhi nursery admissions registrations 2023-24: দিল্লিতে নার্সারিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে৷ যেসব অভিভাবকরা তাঁদের বাচ্চাদের নাম নথিভুক্ত করতে চান তারা দিল্লির শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট- edudel.nic.in-এ তা করতে পারেন৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ডিসেম্বর। রাজধানী শহরের ১,৮০০ টিরও বেশি বেসরকারি স্কুলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি বা এন্ট্রি-লেভেল ক্লাস চলছে।