সোমবার তিনি বলেন, ''আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। তা নিয়ে প্রস্তুত আছে সরকার। কাজ করতে গেলে যদি কোনও ভুল হয়, একটা আধটা ভুল হতেই পারে। মধ্যপ্রদেশের কেসটা দেখেছিলেন তো। নিচু তলার কেউ কেলেঙ্কারি করলে উপর তলায় চলে আসে।''
আরও পড়ুন: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় হল আমাদের কাছে লক্ষ্মী', শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বাংলা
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, '' ৯৫ সাল থেকে আমি বই লিখতে শুরু করেছি। ১২৫ টা বই লিখে ফেলেছি। রাজবংশী,উর্দু,সাঁওতালি ভাষাতে বই লিখেছি। সেই বই গুলোতে ৮০ সালের পর থেকে তথ্য পাবেন। সারা পৃথিবী থেকে বক্তৃতা দিতে ডাকলেও আমাকে যেতে দেওয়া হয় না। তাতে আমার কিছু যায় না।''
আরও পড়ুন: অপরাধের প্রমাণ নেই, সারদা মামলায় কুণাল ঘোষের বড় স্বস্তি! অভিযোগ খারিজ
রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ''আমরা স্কিল এডুকেশন এ নম্বর ১। আমরা ১৫ দিনের মধ্যে ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগপত্র তুলে দেব।'' চাকরিপ্রার্থী শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, '' অনেক রকম বড় ব্যাপার আছে। কয়েকটা ছেলে মেয়ে বসেছিল রাস্তায়। আমার সঙ্গে কথা হয়েছিল। তখন করে দেব বলে বলেছিলাম। কিন্তু তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন নম্বর পারমিট করছে না।''