TRENDING:

শিক্ষক দিবসের মঞ্চ থেকেই আজ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর? জল্পনা তুঙ্গে

Last Updated:

১০ জন শিক্ষক - অধ্যাপককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষারত্ন তুলে দেবেন। বাকিদের বিভিন্ন জেলা থেকে জেলাশাসকরা তুলে দেবেন শিক্ষারত্ন সম্মান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তাৎপর্যপূর্ণ ভাবে এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানেও থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা থেকে জল্পনা শুরু হয়েছে শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে কি রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে নয়া কোনও ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্টের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম দশে থাকা ৃকৃতি পড়ুয়াদের, সিবিএসইস আইসিএসই এবং আইএসসি-র দশম ও দ্বাদশের প্রথম পাঁচে থাকা পড়ুয়াদের, এবং জয়েন্টেও  ইঞ্জিনিয়ারিংয়ের কৃতি পড়ুয়াদের, পাশাপাশি এসসি ও এসটি পড়ুয়াদের মধ্যে থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রথম একশোয় থাকা পড়ুয়াদের আজ সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: নন্দীগ্রামে তৃণমূলকে সাহায্য করেছিলেন লক্ষ্মণ শেঠ, বিস্ফোরক দাবি শুভেন্দুর! তুলনা টানলেন অভিষেকের সঙ্গে

পাশাপাশি এদিন রাজ্যের মোট ৬১ জন শিক্ষক - অধ্যাপিকাকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে দশ জন শিক্ষক - অধ্যাপিকাকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বাকি ৫১ জন শিক্ষক অধ্যপিকাকে বিভিন্ন জেলা থেকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা।

advertisement

স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, কৃতি পড়ুয়াদের সংবর্ধনা হিসেবে ল্যাপটপ, ঘড়ি, মানপত্র এবং ১২টি বই দেওয়া হবে। যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইও থাকছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটটি বই থাকবে পড়ুয়াদের উপহারের মধ্যে।

গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক - উচ্চমাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দিয়ে আসছেন। গত দু'বছর করোনা পরিস্থিতি থাকার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠান করতে হয়েছিল। কিন্তু এবছর বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা কলকাতায় আসবেন। সেই মোতাবেক প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে। পাশাপাশি মনে করা হচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠানে নিয়োগ নিয়ে কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

advertisement

এসএসসি, প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যাবেন যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

নিয়োগের পাশাপাশি রাজ্য স্কুল শিক্ষা সংক্রান্ত কিছু নতুন বিষয় নিয়েও ঘোষণা করা হতে পারে শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়া অ্যাকাডেমিক বিল্ডিংয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
শিক্ষক দিবসের মঞ্চ থেকেই আজ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর? জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল