TRENDING:

Mamata Banerjee D Litt: 'যোগ্য নেতা এই সম্মান পেলেন', মমতার হাতে ডি লিট তুলে দিয়ে উচ্ছ্বসিত রাজ্যপাল

Last Updated:

Mamata Banerjee D Litt: সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁকে ডি লিট সম্মান তুলে দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের একবার ডি লিট সম্মান পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁকে ডি লিট সম্মান তুলে দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একই সঙ্গে এদিন সেন্ট জেভিয়ার্সের নবনির্বিত প্রশাসনিক ব্লকের উদ্বোধন করেন মমতা। সূত্রের খবর, এবার থেকে এই বিল্ডিংয়েই হবে উপাচার্য, রেজিস্ট্রার এবং কন্ট্রোলারের অফিস হবে।
মমতার হাতে ডি লিট তুলে দিলেন রাজ্যপাল
মমতার হাতে ডি লিট তুলে দিলেন রাজ্যপাল
advertisement

এদিন ডি লিট সম্মানে ভূষিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে এই রকম সন্মান দেওয়ার জন্য আমি গর্বিত। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি এই সন্মান সাধারণ মানুষের জন্য ভাগ করে নিতে চাই। আমি জনপ্রিয় হয়েছি এই সাধারণ মানুষের জন্য। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের মধ্যে এই সন্মান ভাগ করে নিতে চাই। এটা আপনাদের চতুর্থ সমাবর্তন। কিন্তু আপনারা আপনাদের টার্গেট পূরণ করেছেন। আমি বলেছিলাম সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি করতে।'

advertisement

আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা

রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডি লিট সম্মান তুলে দেওয়ার পর বলেন, 'আমি খুব আনন্দিত যখন এই অনুষ্ঠান হচ্ছে আমার সামনে। যখন আমাদের মুখ্যমন্ত্রীকে এই সন্মান দেওয়া হচ্ছে। আমি খুব অনুপ্রাণিত। যোগ্য নেতা এই সন্মান পেল, তার জন্য আমি খুব খুশি। বাংলা এইরকম নেতা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। অনেক শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে।'

advertisement

আরও পড়ুন: হঠাৎ করে সোনাঝুরির চায়ের দোকানে মুখ্যমন্ত্রী, চা বানিয়ে খাওয়ালেন সকলকে! দেখুন

রাজ্যপাল আরও বলেন, 'এই ডক্টরেট অফ লিটারেচার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল। তাই আজ এত বড় সম্মান তাঁকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তরফে প্রদান করা হল। আমরা সবাই খুশি। এপিজে আবদুল কালাম, প্রাক্তন রাষ্ট্রপতি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও সাহিত্যের সঙ্গে যুক্ত। শিক্ষার মধ্যে রাজনীতি ঢুকলে খারাপ, রাজনীতির মধ্যে শিক্ষা ঢুকলে ভাল'।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee D Litt: 'যোগ্য নেতা এই সম্মান পেলেন', মমতার হাতে ডি লিট তুলে দিয়ে উচ্ছ্বসিত রাজ্যপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল