TRENDING:

Madhyamik Results 2022|| মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা অভিভাবকদেরও

Last Updated:

Madhyamik Results 2022: এ বারের মাধ্যমিকের মেধাতালিকায় শীর্ষে রয়েছেন ২ জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ বারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শুক্রবার। এ বারের পরীক্ষার ফলে দেখা গিয়েছে সাফল্য পেয়েছে ৮৬.৬০ শতাংশ পড়ুয়া। ফল প্রকাশের দিন সফল পরীক্ষার্থীদের ট্যুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

ট্যুইটে মমতা লিখেছেন, মাধ্যমিক পরীক্ষায় সকল সফল প্রার্থী ও যারা স্থান অধিকার করেছে, তাদের শুভেচ্ছা জানাই। জেলার পড়ুয়ারা অসাধারণ রেজাল্ট করেছে। পাশাপাশি শহরও আমাদের গর্বিত করেছে। এর পাশাপাশি মমতা শুভেচ্ছা জানিয়েছেন, অভিভাবক ও শিক্ষকদেরও। তিনি লিখেছেন, অভিভাবক, শিক্ষক ও স্কুলগুলিকে শুভেচ্ছা জানাই।

advertisement

মাধ্যমিকের ফল দ্রুত প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে পরীক্ষার সময়টিও ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। যাঁদের আশানরূপ ফল হয়নি, তারা আরও চেষ্টা করুক, ভবিষ্যতে আরও লড়াই করে ভাল ফল করতে পারবে।

এ বারের মাধ্যমিকের মেধাতালিকায় শীর্ষে রয়েছেন ২ জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই। আর বর্ধমান সিএমএস স্কুলের রৌণক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ১১,২৭,৮০০ পরীক্ষার্থী। ১০,৯৮৭৭৫ জন পরীক্ষা দিয়েছেন। ৯,৪৯,৯২৭ জন পাস করেছে। পরীক্ষা বাতিল হয়েছে ১১ জনের। এ বারে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এ বারেও সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর এবং চতুর্থ স্থানে কলকাতা। কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik Results 2022|| মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা অভিভাবকদেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল