মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ৪ তারিখ থেকে যাতে সব স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করতে পারে পড়ুয়ারা, সেকথা মাথায় রেখেই ৩ তারিখ থেকে স্কুল আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, ৪, ৫ এবং ৬ তারিখে সরস্বতী পুজো উপলক্ষে সব স্কুলই বন্ধ থাকবে৷ প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে৷
আরও পড়ুন: করোনা বিধিনিষেধে একাধিক বড় বদল, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
advertisement
তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন পঞ্চম থেকে সপ্তম অথবা তারও নিচু স্তরে ক্লাসগুলি এখনই শুরু করার কথা ভাবছে না রাজ্য সরকার৷ তার বদলে শুরু হবে পাড়ায় শিক্ষালয়৷
গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা৷ বিক্ষোভ দেখিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই৷ যদিও কলকাতা হাইকোর্টেরও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে রাজ্য স্কুল খুলতে আগ্রহী, কিন্তু এ বিষয়ে তারা কোনও ঝুঁকি নিতে চায় না৷
এ দিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্য়ন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে৷ তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে৷ সরকারি- বেসরকারি সব অফিসেই পঞ্চাশ শতাংশের বদলে ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমতি দেওয়া হয়েছে৷ পাশাপাশি রাত দশটার বদলে রাত এগারোটা থেকে নাইট কারফিউ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷