TRENDING:

Mamata Banerjee announces to open schools: অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার

Last Updated:

কই সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানগুিলও (Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে ফের আংশিক ভাবে খুলছে স্কুল (Mamata Banerjee announces to open schools)৷ সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও৷ এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের ক্লাস আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে৷ একই সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানগুিলও৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ৪ তারিখ থেকে যাতে সব স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করতে পারে পড়ুয়ারা, সেকথা মাথায় রেখেই ৩ তারিখ থেকে স্কুল আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, ৪, ৫ এবং ৬ তারিখে সরস্বতী পুজো উপলক্ষে সব স্কুলই বন্ধ থাকবে৷ প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে৷

আরও পড়ুন: করোনা বিধিনিষেধে একাধিক বড় বদল, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

advertisement

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন পঞ্চম থেকে সপ্তম অথবা তারও নিচু স্তরে ক্লাসগুলি এখনই শুরু করার কথা ভাবছে না রাজ্য সরকার৷ তার বদলে শুরু হবে পাড়ায় শিক্ষালয়৷

গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা৷ বিক্ষোভ দেখিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই৷ যদিও কলকাতা হাইকোর্টেরও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে রাজ্য স্কুল খুলতে আগ্রহী, কিন্তু এ বিষয়ে তারা কোনও ঝুঁকি নিতে চায় না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এ দিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্য়ন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে৷ তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে৷ সরকারি- বেসরকারি সব অফিসেই পঞ্চাশ শতাংশের বদলে ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমতি দেওয়া হয়েছে৷ পাশাপাশি রাত দশটার বদলে রাত এগারোটা থেকে নাইট কারফিউ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Mamata Banerjee announces to open schools: অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল