একইসঙ্গে গতকাল, সোমবার ছাত্র ছাত্রীদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলাকালীন বহিরাগত হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিও তুলেছে আন্দোলনকারীরা। জানা গিয়েছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ফি বৃদ্ধির বিষয় নিয়ে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে দাবি পূরণ হলে আন্দোলন তুলে নেওয়া হবে বলেও জানিয়েছে ছাত্রছাত্রীরা।
advertisement
উল্লেখ্য, গতকাল ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের একাংশ এবং বহিরাগতদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের দাবি তুলেছেন পড়ুয়ারা।
ছাত্রছাত্রীদের অভিযোগ, কলাবিভাগের ক্ষেত্রে ভর্তির ফি ছিল ২৩০০ টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৮০০ টাকায়। অন্যদিকে বিজ্ঞান বিভাগে ৩৭০০ টাকা ছিল সেটা বাড়িয়ে ৬৮০০ টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি জানান, অবিলম্বে তাদের ভর্তির ফি কমাতে হবে না হলে তাঁরা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন ।