কেন্দ্রের তরফে গবেষণা ক্ষেত্রে টাকা বন্ধ করে দেওয়া হলেও রাজ্য নিজস্ব টাকাতেই এই ফান্ড গড়ে তুলতে চায়। তার উল্লেখ রাজ্যের শিক্ষানীতিতে। পাশাপাশি রাজ্যের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় গুলিকেও উচ্চশিক্ষা সংসদের অধীনে নিয়ে আসতে চায় রাজ্য। তার ও উল্লেখ রয়েছে শিক্ষা নীতিতে।
advertisement
আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর
আরও পড়ুন- ‘ইডি যেদিন ডাকবে আমি সেদিনই যাব’, প্রতারণার অভিযোগ উঠতেই মুখ খুললেন নুসরত
হোস্টেলগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ পদক্ষেপের উল্লেখ শিক্ষা নীতিতে। বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীরা বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলি হোস্টেল রয়েছে তা তাদের থাকার পক্ষে উপযুক্ত হচ্ছে না। তাই উন্নতমানের হোস্টেল গড়ে তোলার কথা উল্লেখ করা হয়েছে শিক্ষানীতিতে। চার বছরের স্নাতকের পাঠক্রমের কথা উল্লেখ শিক্ষা নীতিতে।