গত ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পর্ষদ জানিয়েছিল প্রাপ্ত নম্বর পেয়ে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা স্ক্রুটিনি এবং রিভিউয়ের সুযোগ পাবেন। সেই মোতাবেক ৩০ জুন মধ্যশিক্ষা পর্ষদ চলতি বছরের রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করছে। জুন মাসে রিভিউ ও স্ক্রুটিনির ফলাফলের দিন ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছিল পর্ষদ। এবার তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এর জন্য পর্ষদের দফতরে একটি বৈঠকেরও ডাক দেওয়া হয়েছে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের তরফে। পরীক্ষার্থীরা সংশোধিত মার্কশিট হাতে পাবেন জুলাই মাসের ৩ তারিখে।
advertisement
আরও পড়ুন: খোঁজ মিলল ‘পাড়ার মেয়ের’, সিজিও-র ছবি দেখে শান্তি গল্ফগ্রিনে! আকর্ষণের কেন্দ্রে সায়নী
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ৪২ দিনের মাথায় স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল প্রকাশ করা হচ্ছে। ফল প্রকাশের জানিয়েছিল মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হওয়া কোনও ছাত্র-ছাত্রী প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়ে যদি নম্বর যাচাই করতে চান তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে তাঁকে অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন: অবশেষে ইডি দফতরে হাজিরা সায়নী ঘোষের, পৌঁছেই কী বললেন যুবনেত্রী?
একইসঙ্গে অকৃতকার্য পড়ুয়ারা একই প্রক্রিয়ায় খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছিল। পর্ষদ সূত্রের খবর রিভিউ ও স্ক্রুটিনির জন্য কয়েক হাজার আবেদন জমা পড়েছে পর্ষদে। গতবারও রিভিউ ও স্কুটির ফলাফলে একাধিক পরীক্ষার্থী নম্বর পরিবর্তন হয়েছিল। পরিবর্তন হয়েছিল মেধা তালিকারও। তবে এবারের মেধাতালিকাতেও কোনও পরিবর্তন হয় কিনা তার জন্য অবশ্যই শুক্রবারের দিকে নজর রাখতে হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়