TRENDING:

Madhyamik Examination: পড়ুয়া পিছু ৫০০০ টাকা ফাইন! ডেডলাইন পেরিয়ে যাওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের নজিরবিহীন সিদ্ধান্ত...সতর্ক করা হল স্কুলগুলিকে

Last Updated:

বারবার স্কুলগুলিকে আবেদন সতর্কবার্তা দেওয়ার পরেও নবম শ্রেণির রেজিস্ট্রেশন না করানোয় এবার স্কুলগুলিকেই পড়ুয়া কিছু পাঁচ হাজার টাকা করে ফাইন দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পড়ুয়া পিছু ফাইন ৫০০০ টাকা! এমনই নজিরবিহীন সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। এক বছরের বেশি সময় সীমা পেরিয়ে গেলেও মাধ্যমিকের একাধিক পড়ুয়ার রেজিস্ট্রেশন করেনি কয়েকটি স্কুল। এরকম ৫৩টি স্কুলকে চিহ্নিত করেছে পর্ষদ। সূত্রের খবর, এই স্কুলগুলির প্রায় ১৫০ জনেরও বেশি পড়ুয়ার এক বছরের বেশি সময়সীমা পেরিয়ে গেলেও মাধ্যমিকের রেজিস্ট্রেশন করা হয়নি ।
News18
News18
advertisement

আগামী ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হলেও রেজিস্ট্রেশন করানো হয়নি সংশ্লিষ্ট স্কুলগুলির তরফে। তারপরেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর।

আরও পড়ুন :‘বাংলার মাটি একতার মাটি,’ সংহতি দিবসে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

advertisement

বারবার স্কুলগুলিকে আবেদন সতর্কবার্তা দেওয়ার পরেও নবম শ্রেণির রেজিস্ট্রেশন না করানোয় এবার স্কুলগুলিকেই পড়ুয়া কিছু পাঁচ হাজার টাকা করে ফাইন দিতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে ৫০০০ টাকা করে ফাইন দিতে হবে। তবে সেটা ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া যাবে না বলেও স্পষ্ট করে সংশ্লিষ্ট ৫৩টি স্কুলকে নির্দেশ দিয়েছে পর্ষদ। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে গতবারের হাইকোর্টের নির্দেশকেও সামনে এনেছে পর্ষদ।

advertisement

আরো পড়ুন: রইল ট্রাম্পের হুমকি…ভারতের পরমাণু কেন্দ্রে জ্বালানি জোগাবে রাশিয়া! ঘোষণা করে দিলেন পুতিন

সেরা ভিডিও

আরও দেখুন
চাষের পদ্ধতি বদল করতেই ঘুরল ভাগ্যের চাকা! কয়েক গুণ বেশি লাভ করছেন মিনাখাঁর চাষিরা
আরও দেখুন

পর্ষদের দাবি, একাধিক স্কুলের তরফে দেরিতে রেজিস্ট্রেশন করানো হলেও বিনা জরিমানাতেই সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের রেজিস্ট্রেশন করিয়েছে পর্ষদ। একটি টাইমলাইন দেওয়ার পরেও কেন ৫৩টি স্কুল সময়মাফিক রেজিস্ট্রেশন করাল না? যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination: পড়ুয়া পিছু ৫০০০ টাকা ফাইন! ডেডলাইন পেরিয়ে যাওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের নজিরবিহীন সিদ্ধান্ত...সতর্ক করা হল স্কুলগুলিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল