আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। আগে ঘোষণা করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কিন্তু ওইদিন রাজ্যে ছুটি থাকায় সেই পরীক্ষার সূচি বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। বদল করে ১২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু করার কথা জানাল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। তবে কবে কোন পরীক্ষা, তা এ বছরের মাধ্যমিক ফলাফল প্রকাশের দিন জানাবে পর্ষদ।
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF
কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে আগামী বছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলেও পরে ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, ‘২০২৫ সালের পরীক্ষার রুটিন পালটানো হতে পারে।’ কারণ ১৪ ফেব্রুয়ারি রাজ্যে ছুটির দিন, সমস্ত স্কুলও বন্ধ থাকবে। স্বাভাবিক ভাবেই পরীক্ষা শুরু করা সম্ভব হবে না।
আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকে। সেদিন পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী। আবার সেদিন সবেবরাতও পড়েছে। ফলে ১৪ ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকার কথা। আর যদি স্কুল ছুটিই থাকে, তাহলে কীভাবে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে? এই নিয়ে কানাঘুঁষো, জল্পনা, প্রশ্ন ওঠার মধ্যেই সমস্ত বিষয়ে পরিষ্কার ঘোষণা করল পর্ষদ।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়