শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদহে পৌঁছানোর কথা পর্ষদ সভাপতি। মালদহে কয়েকটি পরীক্ষা কেন্দ্র, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ও একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। বিষয় তো এই জেলার স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে কী রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সরেজমিনে দেখতে চান তিনি। পাশাপাশি পর্ষদ যে নির্দেশগুলি দিয়েছিল, সেই নির্দেশগুলি আদৌ কার্যকর হচ্ছে নাকি, সেটাও খতিয়ে দেখা আসল উদ্দেশ্য এই পরিদর্শনের।
advertisement
আরও পড়ুন: গভীর রাতে নন্দীগ্রামে এ কী ঘটে গেল! দাউদাউ করে জ্বলছে ওটা কী! আঁতকে ওঠা দৃশ্য
এদিকে, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে বৃহস্পতিবার জলপাইগুড়িতে (Jalpaiguri) মর্মান্তিক মৃত্যু হয়েছে পরীক্ষার্থীর। বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে স্কুটিতে চড়ে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল অর্জুন দাস নামে ওই পরীক্ষার্থী। সেই সময় দলছুট একটি দাঁতাল আচমকা হামলা চালায়।
আরও পড়ুন: দাঁতাল হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু! 'খুবই দুঃখজনক ঘটনা' বললেন মমতা
অর্জুনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতি। মারাত্মক জখম অবস্থায় অর্জুনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর তারপরই জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য ৮ দফা গাইডলাইন বেঁধে দিল নবান্ন।