পাশাপাশি প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনাকে ফের অপপ্রচার করার চক্রান্ত বলেই দাবি করলেন পর্ষদ সভাপতি। শনিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমাদের ব্যবস্থায় প্রশ্ন ফাঁসের কোন জায়গা নেই। যেগুলো হয়েছে সেগুলো অপপ্রচারের চেষ্টা।”
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
তবে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি প্রশ্নপত্রের কয়েকটি পাতার ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনার প্রেক্ষিতে পর্ষদ কী ব্যবস্থা নিল, তার প্রেক্ষিতে অবশ্য পর্ষদ সভাপতি বলেন, “আমরা কোনও তদন্তকারী সংস্থা নয়। আমরা বিষয়টি নিয়ে ভাবার চেষ্টা করেছি। এর থেকে বেশি কিছু আমরা করতে পারিনা।”
advertisement
Check : পশ্চিমবঙ্গ মাধ্যমিক ক্লাস 10 তম ফলাফল 2023 লাইভ আপডেট
যদিও ওই ঘটনায় মালদা জেলার কয়েকটি সোর্সকে চিহ্নিত করতে পারা গেছিল বলি পরীক্ষার পরের দিনে বিবৃতি দিয়ে দাবি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই ঘটনায় কারোর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে নাকি সে বিষয়ে অবশ্য কোনও স্পষ্ট উত্তর দেননি পর্ষদ সভাপতি। অন্যদিকে অঙ্ক পরীক্ষার দিন গ্রাফ পেপার না দেওয়ার ঘটনায় পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাদেরই তরফে অবহেলা হয়েছে বলে পর্ষদ সভাপতি ফের দাবি করেন।
তিনি বলেন, পরীক্ষা উপসচিব যে রিপোর্ট দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যিনি প্রশ্নপত্র করেছেন তিনি কোনও নোট দেননি প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফ পেপার দেওয়ার।” তবে এক্ষেত্রে পর্ষদ কোনও পদক্ষেপ নিচ্ছে নাকি সেই বিষয়ে অবশ্য তিনি পূর্ণাঙ্গ রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করবেন বলেই দাবি করেছেন পর্ষদ সভাপতি। পরীক্ষা অবশ্য নির্বিঘ্নেই শেষ হয়েছে বলে এই দিন সাংবাদিক সম্মেলন করে দাবি করেন পর্ষদ সভাপতি।
আরও পড়ুন, এক সপ্তাহ পরেই উচ্চ মাধ্যমিক, জারি হল পরীক্ষার জরুরি গাইডলাইন, দেখে নিন
আরও পড়ুন, ‘দিদি যখন আছে সবাই পাশ’! মাধ্যমিক শেষে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবাক দাবি অভিভাবকের
যদিও পরীক্ষা চলাকালীন সময় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এদিন অবশ্য পর্ষদ সভাপতি দাবি করেন, “চারটি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়