TRENDING:

Madhyamik Exam 2023: ৪৮ ঘণ্টা পরেই শুরু মাধ্যমিক, চোখ বুলিয়ে নিন শেষে মুহূর্তের জরুরি আপডেটে

Last Updated:

Madhyamik Exam 2023: পরীক্ষার সময় নজরদারি করার জন্য একটি অ্যাপ ও চালু করেছে পর্ষদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আর ৪৮ ঘন্টা বাদেই শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেই প্রত্যেক বছরের মতো এ বছরও কন্ট্রোল রুম চালু করল পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে কলকাতার পাশাপাশি মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গের জন্য চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ইতিমধ্যেই সেই কন্ট্রোল রুম কাজ করা শুরু করেছে।
৪৮ ঘণ্টা পরেই শুরু মাধ্যমিক
৪৮ ঘণ্টা পরেই শুরু মাধ্যমিক
advertisement

মধ্যশিক্ষা পর্ষদের তরফে কেন্দ্রীয়ভাবে যে কন্ট্রোল রুমগুলি চালু করা হয়েছে তার নম্বর ০৩৩২৩২১৩৮২৭ ও ০৩৩২৩৫৯২২৭৪। এরই সঙ্গে বর্ধমানের যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৭ ও ৯৪৭৪০২১১৩৫। মেদিনীপুরে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৫২ ও ৯৪৭৬৩০২৬৮০। উত্তরবঙ্গে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৮ ও ৯৬০৯৯১৬১৪১। কলকাতায় যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৯ ও ৮৯৮১৮৩৩৮৯৮।

advertisement

১৬ই ফেব্রুয়ারি থেকেই এই কন্ট্রোল রুমগুলি ইতিমধ্যেই চালু হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা এই নম্বরগুলিতে ফোন করে জানাতে পারবেন। প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা কে কেন্দ্র করে এবার বিশেষভাবে নিরাপত্তামূলক পদক্ষেপ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

advertisement

পাশাপাশি পরীক্ষার সময় নজরদারি করার জন্য একটি অ্যাপ ও চালু করেছে পর্ষদ। যেই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র গুলোকে পরীক্ষার বিস্তারিত তথ্য আপডেট করতে হবে। গত বছরের থেকে প্রায় চার লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়ে এবার ৬ লক্ষের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

আরও পড়ুন,  আর ক'দিন পরেই মাধ্যমিক! জারি জরুরি গাইডলাইন, দেখে নিন একনজরে

advertisement

আরও পড়ুন,  সামনেই মাধ্যমিক! থাকবে একাধিক নিয়ম, দেখে নিন একনজরে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যদিও পরীক্ষার্থী সংখ্যা কেন এত কম হলো গতবারের তুলনায় তা নিয়ে রিপোর্ট চেয়েছিল স্কুল শিক্ষা দফতর। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তির হার অনেকটাই কম থাকায় এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বলেই মত দফতরের আধিকারিকদের। সব মিলিয়ে কার্যত প্রস্তুতি শেষ পর্যায়ে এবারের মাধ্যমিক পরীক্ষার।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2023: ৪৮ ঘণ্টা পরেই শুরু মাধ্যমিক, চোখ বুলিয়ে নিন শেষে মুহূর্তের জরুরি আপডেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল