TRENDING:

WBBSE Madhyamik 10th Results 2023: ভবিষ্যতে চিকিৎসক হতে চান মাধ্যমিকে তৃতীয় অর্ক, প্রাপ্ত নম্বর শুনলে চমকে উঠবেন

Last Updated:

WBBSE Madhyamik 2023 Results: ক্লিক করুন News18Bangla.com। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিন রেজাল্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: মাধ্যমিকে  তৃতীয়  টাকি রামকৃষ্ণ মিশনের অর্ক মণ্ডল৷ বসিরহাট ৮ নম্বর ওয়ার্ডের সাইপালার বাসিন্দা অর্কর প্রাপ্ত নম্বর ৬৯০৷ ভবিষ্যতে চিকিৎসক হতে চায় অর্ক। বাবা ব্যবসায়ী৷ এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/
মাধ্যমিকে তৃতীয় অর্ক
মাধ্যমিকে তৃতীয় অর্ক
advertisement

Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023

এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি।  কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে পড়তে চায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭৷

advertisement

আরও পড়ুন- ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাবার্তা মুখমন্ত্রীর

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

 Check :  পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023

advertisement

মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে  দুজন। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পালের প্রাপ্ত নম্বর ৬৯১। শতাংশের বিচারে তিনি পেয়েছেন ৯৮.৭১। দ্বিতীয় হওয়া অপরজন মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া রিফাত হাসান সরকার। তিনিও একই নম্বর পেয়েছেন।

অবশেষে প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হারে সবার আগে রয়েছে পূর্ব মেদিনীপুর,  হার ৯৬.৮১  শতাংশ৷ দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর৷ কলকাতায় পাশের হার ৯৩.৭৫ শতাংশ৷ সকাল ১০টায়  সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এরপর দুপুর ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ৷ 

advertisement

নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট৷ অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07 ৷ News18Bangla.com এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ ৷

advertisement

এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, এ বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ২২ শতাংশ বেশি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক।

এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেক বারের মতো এ বারেও মেধা তালিকার প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত হয়েছে এ বারের মাধ্যমিকপরীক্ষা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাড়ে ছ’লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে এবার একাধিক নিরাপত্তা নিয়েছিল পর্ষদ।

Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023

পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি বসানোর পাশাপাশি পরীক্ষার জন্য বিশেষ অ্যাপ চালু করেছিল পর্ষদ। প্রত্যেক দিন পরীক্ষার সময় প্রতি মুহূর্তের আপডেট ওই অ্যাপের মাধ্যমে পেয়েছে পর্ষদ। সে জন্য প্রধান শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণও দিয়েছিল পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতার পাশাপাশি একাধিক জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছিলেন পর্ষদ সভাপতি।

এ বারের মাধ্যমিকের ফল প্রকাশের দিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে জানানো হতে পারে। রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ কবে থেকে দেওয়া হবে, সে সম্পর্কেও বিশদ তথ্য দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। পর্ষদ সূত্রে খবর, এ বার রিভিউ ও স্কুটিনির ফলাফল গতবারে তুলনায় আরও কম দিনে প্রকাশ করতে চায় পর্ষদ।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 10th Results 2023: ভবিষ্যতে চিকিৎসক হতে চান মাধ্যমিকে তৃতীয় অর্ক, প্রাপ্ত নম্বর শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল