এ বছরই প্রথম মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের প্রশ্নপত্রে কোডের ব্যবহার করে। মূলত প্রশ্নপত্রের বিভিন্ন জায়গায় কিউআর কোডের ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল উত্তর পত্রে সেই কোড লিখতে হবে। এর মাধ্যমেই মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের চিহ্নিত করতে পারে, যে কোন পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করেছে। আর এই পদ্ধতি ব্যবহার করে মধ্যশিক্ষা পর্ষদ এবার চিহ্নিত করেছে একাধিক পরীক্ষার্থীদের যারা প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করেছে।
advertisement
আরও পড়ুন: সিলেবাস বদলাচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর! পড়ুয়াদের জন্য বড় খবর, কেন এই বদল জানুন বিস্তারিত
সবথেকে বেশি, ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার বাতিল হয়েছে। পর্ষদের পক্ষ জানানো হয়েছে এই ৩৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা এ বছরের মতো বাতিল করে দেওয়া হয়েছে। কার্যত শনিবারই মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হল। সোমবার রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। আর এই ৭ দিনে এত সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের ছবি ভাবাচ্ছে পর্ষদকে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করলেই মিলবে স্মার্ট ফোন! রাজ্য বাজেটে বিরাট সুখবর! শুধু থাকছে এই শর্ত
শনিবার অর্থাৎ মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষার দিনেও দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। তার মধ্য এক পরীক্ষার্থী মালদা জেলা থেকেই রয়েছে বলে পর্ষদ সূত্র জানা গিয়েছে। এদিন দুটি স্কুলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলেও পর্ষদ সূত্রে দাবি। উভয় ক্ষেত্রেই পর্ষদের পক্ষ থকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত যেসব ছাত্র-ছাত্রী স্কুলে ভাঙচুর করেছে তারা ক্ষতিপূরণ না দেয়, ততক্ষণ পর্যন্ত তাদের ফল প্রকাশ স্থগিত রাখা হবে।
পাশাপাশি এদিন এক পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে বাথরুমে টুকলি করতে গেলে সেই পরীক্ষার্থীর ভৌতবিজ্ঞান পরীক্ষাও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর যত তাড়াতাড়ি ফল প্রকাশ করা যায়, সেই নিয়েও ইতিমধ্যেই আলাপ-আলোচনা শুরু করেছেন পর্ষদের আধিকারিকরা। এবার যেহেতু পরীক্ষা অনেকটাই আগে হয়েছে তাই ফল প্রকাশ অনেকটাই আগে করতে চায় পর্ষদ। যদিও লোকসভা ভোট ও ভাবাচ্ছে পর্ষদকে। কারণ ভোটের কাজের জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকাকে নিয়ে নেওয়া হয়। সেক্ষেত্রে উত্তরপত্র মূল্যায়নে তার প্রভাব পড়বে না তো? সেই চিন্তাও পর্ষদের মাথায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
