এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে, চলবে ১৬ মার্চ পর্যন্ত। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, জীবনবিজ্ঞানের শেষ মুহূর্তের সাজেশন দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর জীবনবিজ্ঞানের শিক্ষিকা সেঁজুতি মজুমদার
প্রথম অধ্যায় 'জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়' থেকে ৩৭ নম্বরের প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায় 'জীবনের প্রবাহমানতা' থেকে আসবে ৩২ নম্বরের প্রশ্ন। তৃতীয় অধ্যায় 'বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ' থেকে আসবে ২১ নম্বরের প্রশ্ন। মোট ৯০ নম্বর।
advertisement
MCQ প্রশ্ন, SAQ, ২ নম্বরের প্রশ্ন আর ৫ নম্বরের প্রশ্ন থাকে। MCQ প্রশ্নে কোনও 'or' থাকেনা, তাই খুব মন দিয়ে সঠিক উত্তর নির্বাচন করবে।
শূন্যস্থান পূরণ, সত্যমিথ্যা, ডান স্তম্ভের সঙ্গে বাঁ স্তম্ভ মেলানো, বিসদৃশ্য শব্দ বেছে লেখা, এককধায় উত্তর, প্রথম জোড়ের সঙ্গে দ্বিতীয় জোড়ের সম্পর্ক নির্ণয়-- এই সমস্ত বিষয়ে SAQ ধরনের প্রশ্ন থাকে।
৫ নম্বরের প্রশ্নে সরাসরি ৫ নম্বর খুব কম পাবে, সেখানে বিভাজন বা ব্রেকিং থাকবে। যেমন, ২+২+১ অথবা ১+১+৩ ইত্যাদি। প্রতিটা প্রশ্নে 'অথবা' থাকবে।
ছোট প্রশ্ন অনেকগুলো লিখতে হয়, তাই টু দ্য পয়েন্ট উত্তর লিখবে। শুধুমাত্র যা চেয়েছে সেইটুকুই লিখবে।
পার্থক্য সবসময় মাঝে লাইন টেনে লিখবে, উদাহরণ দেবে যেখানে পারবে।
গুরুত্বপূর্ণ শব্দ ও পয়েন্ট আন্ডারলাইন করবে। প্রতিটা উত্তরের পরে আন্ডারলাইন করবে। সেখানে সম্ভব ছবি আঁকবে।
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
১) অক্সিন হরমোনের এমন ২টি কাজ লেখ যার ব্যবহারিক প্রয়োগ দেখা যায়
২) ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখ
৩) হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট
৪) জিব্বারেলিনের কাজ
৫) ট্রপিক/ট্যাকটিক/ ন্যাসটিক চলনের মধ্যে পার্থক্য
৬) উদ্ভিদের দুটি ট্রপিক চলনের ধারনা দাও
৭) প্রকরণ চলন কাকে বলে উদাহরণ দাও
৮) সংবেদনশীলতা কাকে বলে? উদাহরণ দাও
৯) ফোটোট্রপিক/আলোকবৃত্তীয় এবং জিওট্রপিক/ অভিকর্ষবৃত্তীয় চলন কাকে বলে? উদাহরণ দাও
১০) পিট্যুইটারি-কে প্রভুগ্রন্থি বলা হয় কেন?
১১) পিট্যুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম ও কাজ
১২) ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে, ব্যাখ্যা করো
১৩) অ্যাড্রেনালিনকে আপতকালীন হরমোন বলা হয় কেন?
১৪) ডেনড্রন ও অ্যাক্সনের দুটি গঠনগত ও কার্ষগত পার্থক্য লেখ
১৫) স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা, জন্মগত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য
১৬) হরমোনের ফিডব্যাক আচরণ উদাহরণ-সহ লেখ
১৭) বহিঃক্ষরা ও অন্তঃ ক্ষরা গ্রন্থির পার্থক্য
১৮) মাছের গমনে মায়োটম পেশীর ভূমিকা লেখ। মাছের বক্ষ পাখনার ভূমিকা লেখ
১৯) চলন-গমনের পার্থক্য
২০) পাখীর গমনে সাহায্যকারী দুটি উড্ডয়ন পেশীর নাম
২১) কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন হরমোনের ভূমিকা
২২) প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের মধ্যে পার্থক্য
জীবনের প্রবহমানতা
১)ডিএনএ ও আরএনএ-র মধ্যে পার্থক্য
২) কোষচক্রের গুরুত্ব
৩) ক্রোমোজমের প্রকারভেদ
৪)মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ, অ্যানাফেজ দশার বৈশিষ্ট
৫) উদ্ভিদ কোষ ও প্রাণীকোষে সাইটোকাইনিন-এর পার্থক্য
৬)ক্রোমোজোম, ডিএনএ, জিনের মধ্যে আন্তঃসম্পর্ক
৭) কোষ চক্রের সংজ্ঞা, ইন্টারফেজ দশার গুরুত্ব
৮)মাইটোসিস, মিয়োসিসের পার্থক্য
৯)প্রাণী ও উদ্ভিদে প্রোফেজ ও টেলোফেজ দশায় কী কী পরিবর্তন হয়
১০) অযৌন জনন ও যৌন জননের দুটি পদ্ধতি ব্যাখ্যা
১১)প্রাণীকোষে ক্যারিওকাইনেসিসের চারটি দশার বৈশিষ্ট ও চিত্র আঙ্কন করো
১২)মাইক্রোপ্রোপোগেশন, জনুক্রম কী? উদাহরণ দাও
১৩)বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য
১৪)সপুষ্কপ উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া ছবি-সহ আলোচনা কর
১৫)স্বপরাগযোগ, ইতরপরাগযোগের গুরুত্ব
১৬)ফার্নের জনুক্রম ছবির সাহায্যে বোঝাও
১৭) ইমাসকুলেশন কী?
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
১) পিতামাতা উভয় স্বাভাবিক কিন্তু ছেলে বর্নান্ধ, এটি কীভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো
২) থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া রোগের কারণ
৩) পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত?
৪)গিনিপিগের দ্বিসংকর, একসংকর জনন চেকার বোর্ডের সাহায্যে দেখাও
৫)ফিনোটাইপ, জিনোটাইপ কী?
৬) মেন্ডেল দ্বারা নির্বাচিত সাত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য
৭) হোমোজাইগাস ও হেটেরোজাইগাসের পার্থক্য
৮)মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা বিবৃত করো। এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখ
৯) পুরুষেরা বর্ণান্ধতার বাহক হয় না কেন?
১০) থ্যালাসেমিয়া রোগে মানবদেহে কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়
১১)মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, স্কিম্যাটিক ডায়াগ্রাম।