TRENDING:

Madhyamik 2022: ভৌত বিজ্ঞানের কিছু সম্ভাব্য প্রশ্নের তালিকা দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর ভৌত বিজ্ঞানের শিক্ষিকা পৌলমী সরকার

Last Updated:

এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে, চলবে ১৬ মার্চ পর্যন্ত। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর ভৌত বিজ্ঞানের শিক্ষিকা পৌলমী সরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার অভিশাপ কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন! খুলেছে স্কুল-কলেজ! হাসতে-হাসতে বন্ধুদের হাতে-হাত রেখে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা! ২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পড়ুয়াদের মূল্যায়ন হয়। রেকর্ড গড়ে সেই প্রথম একশোয় একশো শতাংশ মাধ্যমিক পরীক্ষার্থী পাস করে। তবে, এবার অফলাইনেই হবে মাধ্যমিক পরীক্ষা। আগের মতোই অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।
advertisement

এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে, চলবে ১৬ মার্চ পর্যন্ত। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর ভৌত বিজ্ঞানের শিক্ষিকা পৌলমী সরকার

এই বছরের পরিবর্তিত সিলেবাস অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান পরীক্ষার্থীদের মোট আটটি চ্যাপ্টার পড়তে হবে। সাধারণ অংশ থেকে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আর রাসায়নিক গণনা, পদার্থবিদ্যা থেকে আলো এবং চলতড়িৎ, রসায়ন থেকে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, এবং তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।

advertisement

এই ৮টি অধ্যায় থেকে চারটি বিভাগে প্রশ্ন আসবে। প্রথম অর্থাৎ 'ক' বিভাগে ১৫টি এম.সি.কিউ বা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন আসবে প্রতিটি ১ নম্বরের। খ বিভাগে এক কথায় উত্তর, বামস্তম্ভ-ডানস্তম্ভ, সত্য-মিথ্যা লেখ এই তিন ধরণের প্রশ্ন আসবে। এই বিভাগে মোট ২১টি প্রশ্ন, প্রতিটির মান ১ নম্বরের উত্তর করতে হবে। তৃতীয় বিভাগ অর্থাৎ গ বিভাগ থেকে ২ নম্বরের ৯টি প্রশ্ন অর্থাৎ মোট ১৮ নম্বরের প্রশ্নের উত্তর দিতে লাগবে; সর্বশেষ বিভাগ অর্থাৎ বিভাগ ঘ থেকে ৩ নম্বরের ১২টি অর্থাৎ মোট ৩৬ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে।

advertisement

সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অংশগুলিকে চিহ্নিত করে একটা সাজেশন নিচে দেওয়া হল।

এক নম্বরের প্রশ্ন

১। কাল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়?

২। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে?

৩। একটি শক্তি উৎসের নাম লেখ যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।

advertisement

৪। বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।

৫। ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।

২ নম্বরের প্রশ্ন

১। বায়ুমন্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণ সহ লেখো।

২। গ্রিন হাউস এফেক্ট কী?

৩। বিশ্ব উষ্ণায়ন কী?

৪। বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কী কী?

advertisement

৫। গ্রিন হাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলো লেখো।

৬। জীবাশ্ম জ্বালানি কী? উদাহরণ দাও।

৭। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?

৮। কয়লাখনির মিথেন গ্যাস কী?

৯। বায়োগ্যাস তথা বায়োফুয়েলের দুটি প্রধান ব্যবহার লেখো।

১০। বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো।

১১। ওজোনস্তর সৃষ্টি হয় কীভাবে?

১২। ওজোনস্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

১৩। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন?

১৪। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন?

১৫। গ্যাসহোল কী? এর ব্যবহার লেখো।

গ্যাসের আচরণ--১ নম্বরের প্রশ্ন

১। গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

২। বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কী কী?

৩। চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী কী?

৪। আদর্শ গ্যাস কাকে বলে?

৫। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

১। বয়েলের সূত্রটি বিবৃত করো। বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্রটি কী লঙ্ঘিত হয়?

২। চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো।

৩। চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃত করো।

৪। বয়েল ও চার্লসের সূত্র দুটির সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।

৫। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো।

৬। গে-লুকাসের গ্যাস-আয়তন সূত্রটি বিবৃত করো এবং অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো।

৭। গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো।

৮। আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো।

৯। গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো।

১০। গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝ? গ্যাস অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো।

রাসায়নিক গণনা

আলো--১ নম্বরের প্রশ্ন

১। ক্যামেরায় কোন ধরণের লেন্স ব্যবহার করা হয়?

২। গোলীয় দর্পনের মেরু বলতে কী বোঝায়?

৩। মৌলিক বর্ণ কোণগুলি?

৪। সমতল দর্পনের ফোকাস দূরত্ব কত?

৫। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?

দুই নম্বরের প্রশ্ন

১। আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখ।

২। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে?

৩। উত্তল লেন্স দ্বারা কোন ধরণের দৃষ্টি ত্রুটি প্রতিকার হয়?

৪। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।

৫। আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।

৬। লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।

৭। স্নেলের সুত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখা করো।

৮। সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন?

৯। কোনো লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?

১০। গাড়ির হেডলাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?

১১। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে?

১২। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?

১৩। আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ।

১৪। গাড়ির রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পন ব্যবহার করা হয় এবং কেন?

১৫। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৩ নম্বরের প্রশ্ন

১। আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।

২। অবতল দুর্পনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।

৩। উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরণের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?

৪। অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর সদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

৫। অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ,বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

৬। দন্ত চিকিৎসকরা কী ধরণের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?

৭। একটি উত্তল লেন্স থেকে ২০ সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ১.৫ হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

৮। একটি বস্তুর দৈর্ঘ্য ৫ সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে ২ সেমি দূরত্বে রেখে ১০ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল? রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব কত?

9। উত্তল দর্পন কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠন করে চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো।

চলতড়িৎ

১ নম্বরের প্রশ্ন

১। তড়িৎ আধানের মাত্রা কী?

২। তড়িৎ বিভবের মাত্রা কী?

৩। আধানহীন কোনো বস্তুর বিভব কত?

৪। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও।

৫। আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত?

দুই নম্বরের প্রশ্ন

১। তড়িৎচালক বল ও বিভবপ্রভেদের দুটি পার্থক্য ও একটি সাদৃশ্য লেখো।

২। ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো।

৩। কোশের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর কীভাবে নির্ভর করে?

৪। তড়িৎচুম্বকীর আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।

৫। পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে?

৬। কোনো তড়িৎকোশের তড়িৎচালক বল 1.5V বলতে কী বোঝো?

৭। শর্ট সার্কিট কী?

৮। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখো।

৯। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো।

৩ নম্বরের প্রশ্ন

১।একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে। একটির ব্যাসার্ধ আর একটি ব্যাসার্ধের দ্বিগুণ। এদের রোধের অনুপাত কত?

২। দুটি ১০ ওহম রোধককে শ্রেণি সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি ২০ ওহম রোধকের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।

৩। তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল সংক্ষেপে আলোচনা করো।

৪। 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।

৫। একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎপ্রবাহ ঘটে। তাই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে?

৬। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।

৭। দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যকার দূরত্ব 5cm। তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণের বলের মান 96dym হলে আধান দুটির নাম নির্ণয় করো।

৮। ১০ ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্যরোধ কত হবে নির্ণয় কর।

৯। দুটি পরিবাহীর প্রান্তীয় বিভবপ্রভেদ সমান পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 5:4 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত?

পর্যায়সারণি

২ নম্বরের প্রশ্ন

১) সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায়সারণিতে এদের অবস্থান কোথায়?

২) আদর্শ মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায়সারণিতে এদের অবস্থান কোথায়?

৩) পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্তিক ধর্ম বলতে কী বোঝ? উদাহরণ দাও। এই ধর্ম উৎপত্তির কারণ কী?

৩ নম্বরের প্রশ্ন

১) মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায়সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী?

২। ভোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I, F কে তাদের জারণক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।

৩। পর্যায়সারণি সম্পর্কিত লোথার মেয়ারের প্রকল্পটি বিবৃত করো। মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি লেখো।

৪। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝ? একটি উদাহরণ সহ লেখ। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।

৫। পর্যায়সারণির পর্যায় ও শ্রেণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হয় এবং কেন?

আয়নীয় ও সমযোজী বন্ধন

২নম্বরের প্রশ্ন

১) তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম – ব্যাখা করো।

২। কোশেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখা করেন?

৩। দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করো।

৪। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখা করো।

৫। দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na-এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H-এর সঙ্গে। H, F ও Na-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে (1, 9 ও 11)

৬। একটি উদাহরণ দিয়ে দেখাও যে, আয়নীয় যৌগের আয়নগুলি অকটেট পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে।

৭। তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।

৮। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

১ নম্বরের প্রশ্ন

১) তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়?

২) পিতলের চামচের উপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোডটি কী?

৩) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম করো।

৪) তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?

৫) প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো।

৬) পিতলের উপর সোনার তড়িৎলেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়?

২ নম্বরের প্রশ্ন

১) তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও।

২) তড়িৎবিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা দাও।

৩) “তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ-বিজারণ বিক্রিয়া” – ব্যাখা করো।

৪) গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কেন?

৫) তড়িৎ বিশ্লেষণে পরিবর্তি প্রবাহ ব্যবহার করা হয় না কেন?

৩ নম্বরের প্রশ্ন

১) কীসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণিবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।

২) ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?

৩) তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অ্যানোড ম্যাড কী?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৪) প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022: ভৌত বিজ্ঞানের কিছু সম্ভাব্য প্রশ্নের তালিকা দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর ভৌত বিজ্ঞানের শিক্ষিকা পৌলমী সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল