TRENDING:

KVS Admission 2025: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি শুরু, কতদিন আবেদন করা যাবে? ক্লাস ২ থেকে ১১-এ ভর্তির নিয়ম জানুন

Last Updated:

KVS Admission 2025: KVS-এ ভর্তির জন্য অফলাইনে কীভাবে আবেদন করতে হবে, এর বয়সসীমা, কী কী নথির প্রয়োজন, অস্থায়ী তালিকা, ইত্যাদির আপডেটগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৫-২৬ সালের জন্য KVS-এ ভর্তির রেজিস্ট্রেশন নির্দিষ্ট ক্লাসে শূন্যপদের প্রাপ্যতা অনুযায়ী অফলাইনে করা যেতে পারে। বালবাটিকা ২ এবং অন্যান্য ক্লাসগুলির (ক্লাস ১০ ব্যতীত) জন্য তা ২ এপ্রিল ২০২৫ থেকে খোলা হয়েছে৷
কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি শুরু
কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি শুরু
advertisement

অভিভাবক এবং শিক্ষার্থীরা ২০২৫-২৬ সালে KVS বালবাটিকা ২, ক্লাস ২, ক্লাস ৩, ক্লাস ৪, ক্লাস ৫, ক্লাস ৮, ক্লাস ৯ এবং ক্লাস ১০-এ ভর্তির জন্য ১১ এপ্রিল ২০২৫-এর মধ্যে অনলাইনেও আবেদন করতে পারেন। KVS-এ ভর্তির জন্য অফলাইনে কীভাবে আবেদন করতে হবে, এর বয়সসীমা, কী কী নথির প্রয়োজন, অস্থায়ী তালিকা, ইত্যাদির আপডেটগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

advertisement

২০২৫ সালে KVS-এর বালবাটিকা ২ এবং ক্লাস ২ থেকে ১১-তে ভর্তি –

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) ইতিমধ্যেই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ প্রকাশ করেছে। সেই সময়সূচি অনুযায়ী, বালবাটিকা-২ এবং ক্লাস ২-এর জন্য KVS রেজিস্ট্রেশন ২ এপ্রিল ২০২৫-এ শুরু হবে এবং শেষ আবেদন করা যাবে ১১ এপ্রিল ২০২৫-এ৷ প্রথম অস্থায়ী ভর্তির তালিকা ১৭ এপ্রিল ২০২৫-এ ঘোষণা করা হবে৷

advertisement

আরও পড়ুন: ল্যাঙ্গুয়েজ-ডিজাইন-আইন থেকে ম্যানেজমেন্টের বহু কোর্স, রামকৃষ্ণ মিশনে পড়ে চাকরির বিরাট সুযোগ জানুন

একাদশ শ্রেণি ব্যতীত সমস্ত শ্রেণিতে ভর্তির শেষ তারিখ ৩০ জুলাই। একাদশ শ্রেণীতে ভর্তির বিবরণ ১০ম শ্রেণীর পরীক্ষার ফলাফলের পরে প্রকাশিত হবে। আরও তথ্যের জন্য এবং অফলাইনে আবেদন করতে, KVS-এর অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in বা অ্যাডমিশন পোর্টাল kvsonlineadmission.kvs.gov.in-এ যেতে হবে।

advertisement

২০২৫ সালে কেন্দ্রীয় বিদ্যালয়ের বালবাটিকা ২ এবং ক্লাস ২ থেকে ১১-তে ভর্তির অফলাইন আবেদনপত্র পূরণ করার সময়, সমস্ত অংশগ্রহণকারীদের প্রিন্ট ফরম্যাটে (এ৪ কাগজ) নথি সংযুক্ত করতে হবে। প্রয়োজনীয় নথির তালিকা নীচে দেওয়া হল –

– পাসপোর্ট সাইজের ছবি

– ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের আধার কার্ড

– জন্ম তারিখের সার্টিফিকেট

advertisement

– ট্রান্সফার সার্টিফিকেট

– আবাসিক শংসাপত্র

– আগের ক্লাসের মার্কশিট

– অক্ষমতা শংসাপত্র (যদি থাকে)।

আরও পড়ুন: এসএসসি-র ২৬০০০ চাকরি কি বাতিল হবে? রাত পোহালেই সুপ্রিম কোর্টে রায়দান, তাকিয়ে গোটা দেশ

বালবাটিকা ২ এবং ক্লাস ২ থেকে ১১-র জন্য KVS অফলাইন ভর্তি ফর্ম ২০২৫ কীভাবে পূরণ করতে হবে –

– নিকটতম কেন্দ্রীয় বিদ্যালয়ে যেতে হবে এবং অধ্যক্ষের কার্যালয় থেকে আবেদনপত্রটি নিতে হবে।

– এই ফর্মটি সাবধানে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

– সম্পূর্ণভাবে KVS ফর্মটি পূরণ করে, সময়সীমার আগে স্কুলে জমা দিতে হবে।

– এরপর অবশ্যই KVS-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। যে কোনও আপডেটের জন্য স্কুলের নোটিশ বোর্ডে নজর রাখতে হবে।

KVS-এ বালবাটিকা ২ এবং ক্লাস-২ থেকে ৯-এ ভর্তি নিশ্চিত হওয়ার পরে কী করতে হবে –

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিভাবকদের কাউন্সেলিং প্রক্রিয়ায় যেতে হবে। বালবাটিকা ২ এবং ক্লাস-২ এর ভর্তি তালিকা পরীক্ষা করার পরে, শিক্ষার্থীরা সরাসরি স্কুল ক্যাম্পাসে যেতে পারে এবং ফি সহ ভর্তির ফর্ম জমা দিতে পারে। এই ভর্তি প্রক্রিয়ার শেষ তারিখ ২১ এপ্রিল ২০২৫।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
KVS Admission 2025: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি শুরু, কতদিন আবেদন করা যাবে? ক্লাস ২ থেকে ১১-এ ভর্তির নিয়ম জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল