কলকাতা পুলিশের জারি করা নির্দেশ অনুযায়ী, পরীক্ষার দিনগুলিতে যান চলাচলে থাকবে নিয়ন্ত্রণ। নির্দেশিকা অনুযায়ী, ০২.০২.২০২৪( শুক্রবার), ০৩.০২.২০২৪, ০৫.০২.২০২৪, ০৬.০২.২০২৪, ০৮.০২.২০২৪, ০৯.০২.২০২৪, ১০.০২.২০২৪, এবং ১২.০২.২০২৪ তারিখে নিয়ন্ত্রণ থাকবে যান চলাচলে।
আরও পড়ুন: পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতে চান? একাদশ শ্রেণিতে চলছে ভর্তি! জেনে নিন সমস্ত খুঁটিনাটি
advertisement
জানা গিয়েছে, সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সমস্ত পন্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে। যদিও জরুরি পরিষেবা যেমন, এলপিজি গ্যাস সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, মাছ, ফল, ইত্যাদি পরিবহনে সকাল ৮টা পর্যন্ত কোনও বাধা থাকবে না।
এছাড়াও যাত্রীবাহী গাড়িগুলিরও দিক পরিবর্তন করা হতে পারে। যাত্রীবাহী গাড়িও প্রয়োজনে নিয়ন্ত্রণ থাকতে পারে। ট্র্যাফিকের সাধারণ নিয়মের সঙ্গেই এই নতুন নিয়মগুলি যোগ করা হবে। মাধ্যমিক পরীক্ষা দিতে দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তাই এই ব্যবস্থা।