মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের সিগন্যাল অ্যান্ড টেলিকম বিভাগের জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত কাজের জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারি দফতর থেকে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে, যিনি সিগন্যাল অ্যান্ড টেলিকম বিভাগে আগেও কাজ করছেন। একই সঙ্গে ওই ব্যক্তির কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং নিয়ে কাজের দক্ষতা থাকলে, তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ২০২৫ সালে বিনামূল্যে কোথায় পড়াশোনা করার সুযোগ? ‘FULL’ স্কলারশিপ নিয়ে বিশদে জানুন
নিযুক্ত ব্যক্তিকে বিশেষজ্ঞ অর্থাৎ এক্সপার্ট হিসাবেও কাজ করতে হবে। মোট ছ’মাসের চুক্তিতে জেনারেল ম্যানেজার পদে কাজ চলবে। পরে ওই মেয়াদ কাজের উৎকর্ষের উপর ভিত্তি করে বৃদ্ধি পেতে পারে। নিযুক্তকে সিগন্যাল অ্যান্ড টেলিকম কনস্ট্রাকশন এবং সিগন্যালিং সিস্টেম মেন্টেন্যান্স সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করতে হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৬০ থেকে ৬৩ বছর বয়সিরা ওই ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন।
আরও পড়ুন: দেশজুড়ে চলছে ১৫ ‘ভুয়ো’ CBSE স্কুল, তালিকায় কলকাতার একটি স্কুল! বিস্ফোরক তথ্য প্রকাশ বোর্ডের
আবেদন করবেন কী ভাবে?
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে (www.kmrc.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২৩ অগাস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহীদের। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মেট্রো রেaলওয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।