TRENDING:

Knowledge Story: দেবীর আশীর্বাদী সবুজ চুরি হাতে পরলেই বাজিমাত, দাম্পত্য হয় চিরকালীন সুখের

Last Updated:

Knowledge Story:  শুধু বিবাহিত নারীরাই নয় শিশু কন্যারাও মায়ের আশীর্বাদী এই চুড়িগুলো নিজেদের হাতে পরে নেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করৌলি: উত্তর ভারতের বিখ্যাত বিশ্বাসের আবাস কৈলা মায়ের দরবারে সবুজ চুড়ি একেবারে বিশেষ৷ এই সবুজ চুড়ি বা স্থানীয় ভাষায় হরি চুরি-র নিজস্ব গুরুত্ব ও স্বীকৃতি রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা এসে এই সবুজ চুড়িগুলোকে মায়ের আশীর্বাদ হিসেবে নিয়ে যান৷  শুধু বিবাহিত নারীরাই নয় শিশু কন্যারাও মায়ের আশীর্বাদী এই চুড়িগুলো নিজেদের হাতে পরে নেন৷
সবুজ চুড়িই মায়ের প্রসাদ
সবুজ চুড়িই মায়ের প্রসাদ
advertisement

মাতার দরবারে পাওয়া এই চুড়িগুলির সাহায্যে রাজস্থানের লক্ষ্মী কুম্ভ অর্থাৎ কলা দেবীর লক্ষ্মী মেলায় উত্তরপ্রদেশ সহ বহু প্রদেশের হাজার হাজার পরিবারের কর্মসংস্থানও হয়।

দেবী কলা মায়ের- লক্ষ্মী মেলায় আগ্রা থেকে আসা এক নারী ভক্ত সুষমা দেবী জানান, ‘‘প্রতি বছর আমরা মায়ের আশীর্বাদ হিসেবে এই চুড়িগুলো পরে মাতার দরবারে যাই। এখানে বিবাহিত মহিলা, ছোট মেয়ে এবং সমস্ত বৃদ্ধ মহিলারা মাতার প্রসাদী হিসাবে এই সবুজ চুড়িগুলি পরেন। মহিলা বলেন, কেউ যদি চুড়ি না পরে মায়ের দরবারে যায়, তবে মা তাঁদের ওপর নিজের আশীর্বাদ বর্ষণ করেন না৷’’

advertisement

আরও পড়ুন -  Hottest Weightlifter: লাস্যে মন মাতোয়ারা, কী তোলেন জানেন! শুধু তুফান নয়, ওজনও তোলেন , শেখান প্রেম করতে, রইল হট ফটো

মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর থেকে দেবী কলা মাকে দেখতে আসা নারী ভক্ত গীতা বশিষ্ঠ জানিয়েছেন যে , ‘‘প্রতিটি ছোট মেয়ে এবং মহিলা এই চুড়ি পরে মায়ের দরবারে যায়। বলা হয়, মেয়ে বা নারী যে কেউই হোক না কেন চুড়ি পরে মায়ের দরবারে যায়। তাঁদের দাম্পত্যের মধুচন্দ্রিমা সবসময়ে টিকে থাকে।’’ তিনি জানান, বহু বছর ধরে মাতার দরবারে এই প্রথা চলে আসছে।

advertisement

আরও পড়ুন -  IMD South Bengal Weather Alert|| আবহাওয়ার বিরাট পরিবর্তন , রয়েছে কমলা সর্তকতা জারি!

মায়ের দরবারে আশীর্বাদ হিসেবে পরা এসব সবুজ ও লাল চুড়ি লক্ষ্মী মেলায় হাজার হাজার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এমনকি এই মেলায় উত্তরপ্রদেশে থেকে অনেক মুসলিম ভক্তও এখানে আসেন এবং দূরদূরান্ত থেকে আসা ভক্তদের  এই চুড়িগুলো পরিয়ে দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেবী কলা মায়ের মেলায় ভক্তদের চুড়ি পরিয়ে দেন এমন ব্যবসায়ী মুকেশ জাটব জানান, ‘‘ফিরোজাবাদের এই লাল-সবুজ চুড়িগুলো পাঁচ হাজার লোকের কর্মসংস্থান করে। এই মেলায় চুড়ি পরতে মথুরা, হাতরাস, আলিগড় এবং আগ্রা, ফিরোজাবাদ থেকে ব্যবসায়ীরা আসেন।’’

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Knowledge Story: দেবীর আশীর্বাদী সবুজ চুরি হাতে পরলেই বাজিমাত, দাম্পত্য হয় চিরকালীন সুখের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল