আরও পড়ুন : 'SSC চেয়ারম্যানরা পুতুল!' SLST ইতিহাসের চাকরি বাতিল করে বিস্ফোরক পর্যবেক্ষণ হাইকোর্টের
করোনা আবহে দীর্ঘদিন গৃহবন্দি স্কুলছাত্ররা। শিশুমনে সব থেকে বেশি প্রভাব পড়েছে। সেই শিশুরা এবার স্কুলমুখী। তাই ছোটদের স্কুলকে আরও বেশি করে আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বেলজিয়ামের প্রযুক্তি নিয়ে কলকাতা পুরসভার স্কুলে কচিকাঁচাদের শিক্ষাদান করবে স্বেচ্ছাসেবী সংস্থা।
advertisement
স্বেচ্ছাসেবী সংস্থার (KMC Mobile School) কর্ণধার বিনীতা সরাফ বলেন, মূলত আট রকম পদ্ধতিতে এই শিক্ষা দেবে স্বেচ্ছাসেবী সংস্থা। ৫ বছর ও তার বেশি বয়সের পড়ুয়ারা এই শিক্ষার সুবিধা পেতে পারেন। ৮ রকম পদ্ধতি হল-
১) বেসিক এডুকেশন।
২) ক্রিয়েটিভ থেরাপি।
৩) হেলথ কেয়ার এডুকেশন।
৪) লাইফ স্কিলস।
৫) children's রাইট।
৬) এন্টারপ্রিনিউরশিপ।
৭) বেসিক স্টিমুলেশন।
৮) গেম এডুকেশন।
একটি কুড়ি ফুট লম্বা ভ্রাম্যমাণ আনন্দ গাড়িতে এই মজাদার শিক্ষা লাভ করবেন ছাত্র-ছাত্রীরা। স্কুলের শিক্ষকরা (KMC Mobile School) প্রথাগত ক্লাস নিচ্ছেন। পাশাপাশি স্কুল চত্বরে এই জয় লার্নিং এর ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার প্রশিক্ষকরা মজাদার পাঠ দিচ্ছেন পড়ুয়াদের।
আরও পড়ুন : আনিসের বাবার সঙ্গে কথা বললেন SIT তদন্তকারীরা, CBI তদন্তের দাবি পরিবারের
স্কুলের পড়ুয়া প্রকাশ খুবই মজা পেয়েছে এভাবে পড়াশোনা শুরু হওয়ায়। ঘরের বাইরে খোলা হাওয়ায় রঙিন বোর্ড আর নানান খেলার মাধ্যমে পড়া এ যেন পড়া পড়া খেলা। পড়া পড়া খেলায় জমিয়ে আনন্দ উপভোগ করছে স্কুলের শম্পা, মালতি, রীনারা।