প্র্যাকটিস স্পেশ্যাল ব্যাচঃ খান স্যারের কোচিং ইনস্টিটিউট, খান গ্লোবাল স্টাডিজ, বিহার সাব-ইন্সপেক্টর ২০২৫ প্র্যাকটিস স্পেশ্যাল ব্যাচ চালু করেছে। তারা দাবি করে, এটি বিশেষভাবে এমন প্রার্থীদের জন্য তৈরি করা হয়েছে যাঁরা কেবল পড়াশোনার মাধ্যমে নয়, সর্বাধিক অনুশীলনের মাধ্যমেও তাঁদের ধারণাকে শক্তিশালী করতে চান। এই ব্যাচে প্রতিটি বিষয়ের জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন অনুশীলনের ব্যবস্থা করা হবে যাতে কোনও বিষয় বাদ না পড়ে এবং পরীক্ষার জন্য সম্পূর্ণ আত্মবিশ্বাস বজায় থাকে।
advertisement
আরও পড়ুনঃ রোজই রেকর্ড গড়ছে সোনার দাম! ফেডের সুদের হার কমানোর আশা তুঙ্গে! অবশেষে দাম কমবে সোনার? জল্পনা
ব্যাচের বিশেষত্ব কীঃ বিহার সাব ইন্সপেক্টর পরীক্ষা ২০২৫-এর সকল বিষয়ের প্রশ্ন অনুশীলন করা হবে। কোর্সটি প্রিলিমিনারি এবং মেন উভয় পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে তৈরি করা হয়েছে। খান স্যার এবং তাঁর দলের দ্বারা প্রস্তুত নোট, বই এবং অনুশীলন পত্রও সরবরাহ করা হবে। প্রতিটি অধ্যায়ের পরে অনুশীলন, তার পর পরীক্ষা চলবে। প্রতিটি বিষয়ের কঠিন প্রশ্ন এবং বিভ্রান্তি দূর করার জন্য ইন্টারেক্টিভ ক্লাসেরও ব্যবস্থা করা হবে। দয়া করে মনে রাখতে হবে যে, এই ব্যাচটি মূল পরীক্ষা পর্যন্ত চলবে।
কোর্সে অন্তর্ভুক্ত বিষয়ঃ কোর্সে সাধারণ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, বর্তমান বিষয়, সাধারণ জ্ঞান, সাধারণ পাটিগণিত, যুক্তি, বিহার সাধারণ জ্ঞান এবং সাধারণ হিন্দি অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুনঃ যেমন দেখতে-তেমনই নাম! বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নাম কে দিল জানেন? অদ্ভুত এই ইতিহাস শুনে চমকে উঠবেন
বিহার ইন্সপেক্টর ক্র্যাশ কোর্সে দেশ জুড়ে বিখ্যাত শিক্ষকরা উপস্থিত থাকবেনঃ খান স্যার পলিটিকস, স্ট্যাটিসটিক, জিকে এবং জেনারেল সায়েন্স পড়াবেন, অন্য দিকে, ভূগোল পড়াবেন অমিত শ্রী স্যার, ইতিহাস পড়াবেন সুনামি স্যার, অর্থনীতি পড়াবেন ডক্টর ভরত স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবেন এসকেসি স্যার, জেনারেল ম্যাথমেটিক্স পড়াবেন অংশু নায়েক স্যার, রিজনিং পড়াবেন মনীশ, যশবন্ত পড়াবেন জিকে এবং জেনারেল হিন্দি পড়াবেন জিতেন্দ্র সোনি।
ফি কতঃ এই কোর্সের ক্লাস ৯ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হবে। ৩১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ৬০ দিনের এই কোর্সটি সরাসরি পরিচালিত হবে। কোর্স ফি মাত্র ১৯৯ টাকা। এই কোর্সে ভর্তি হতে অথবা আরও তথ্যের জন্য খান গ্লোবাল স্টাডিজের ওয়েবসাইট বা অ্যাপ দেখতে হবে।