সোমবার থেকেই সাউথ ক্যালকাটা ল কলেজ খোলার চেষ্টা চলছে। পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে টেলিফোনিক বৈঠক কলেজের ভাইস প্রিন্সিপালের। শুক্রবার টেলিফোনিক বৈঠক করেন ভাইস প্রিন্সিপাল। বৈঠকে পরিচালন সমিতির একাধিক সদস্য ছিলেন। অফিস রুমও খোলা থাকবে। ফার্স্ট সেমিস্টারের কয়েকজন ফর্ম ফিল আপ করতে পারেনি। তাঁদেরও ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, তোলপাড় হবে কলকাতা-সহ ৮ জেলায়! জারি বাজের সতর্কতা, আবহাওয়ার বড় খবর
advertisement
শুক্রবার রাতের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে নোটিস দেবে। সাউথ কলকাতা ল কলেজের সরকার মনোনীত প্রতিনিধিকে সোমবার কলেজে যেতে বলা হয়েছে। কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেবের সঙ্গেও কথা হয় ভাইস প্রিন্সিপালের।
পুলিশের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। ছাত্র-ছাত্রীদের কোন গেট দিয়ে ঢোকা, কোন গেট দিয়ে বেরনো, কীভাবে ইউনিয়ন রুম, গার্ডরুম, ওয়াশরুমকে ব্যবহার করতে দেওয়া বা না দেওয়া, এইসব নিয়ে আলোচনা চলছে। যাতে কোনও প্রমাণ বা কোনও রকম তথ্যপ্রমাণ নষ্ট না হয় কলেজ ক্যাম্পাসে।
উচ্চ শিক্ষা দফতরের সঙ্গেও কথা হয়েছে সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপালের। পরিচালন সমিতির সঙ্গে যে টেলিফোনিক বৈঠক হয়েছে সেটাও জানিয়ে দিলেন ভাইস প্রিন্সিপাল উচ্চ শিক্ষা দফতরকে। উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হল দ্রুত ওয়েবসাইটে নোটিস দিতে কলেজ কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জানিয়ে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়