TRENDING:

Kamala Nehru College Recruitment 2021: নন-টিচিং পদে কলেজে নিয়োগ! কীভাবে আবেদন করবেন জেনে নিন

Last Updated:

প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লির কমলা নেহেরু কলেজের (Kamala Nehru College) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন নন-টিচিং (non-teaching) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

Kamala Nehru College Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

বিশদ বিবরণের লিঙ্ক- https://www.knc.edu.in/document/AdvertisementforvariouspostsofNon-TeachingPermanent.pdf

Kamala Nehru College Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

Kamala Nehru College Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

আরও পড়ুন- নামী সংস্থায় ম্যানেজার পদে নিয়োগ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?

advertisement

সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট:  ১টি পদ
প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি): ১টি পদ
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার): ১টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কেয়ারটেকার:  ৪টি পদ
লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট: ৪টি পদ
এমটিএস ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট (সাইকোলজি):  ১টি পদ
সংস্থা: কমলা নেহেরু কলেজ, দিল্লি (Kamala Nehru College)
পদের নাম: সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি), সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কেয়ারটেকার, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এমটিএস ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট (সাইকোলজি)
শূন্যপদের সংখ্যা:  ১২
কাজের স্থান: কাজের ধরন: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
নির্বাচন পদ্ধতি:  লিখিত পরীক্ষা এবং দক্ষতামূলক পরীক্ষা
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন:  ০৬.১২.২০২১

advertisement

সমস্ত পদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি অনুসারে পূরণ করা হবে। যোগ্যতা এবং অন্যান্য পরিষেবার শর্তগুলি সময়ে সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয় দ্বারা নির্ধারিত হবে।

Kamala Nehru College Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

কলেজের পক্ষ থেকে প্রার্থীদের জানানো হয়েছে যে, প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং দক্ষতামূলক পরীক্ষার জন্য ডাকা হবে। শুধুমাত্র সেই সমস্ত আবেদনকারী, যারা পরীক্ষায় যোগ্য, তাদের যথাযথভাবে পূরণ করা অনলাইন আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেটের অ্যাটাস্টেড করা ফটোকপি পরীক্ষার সময় নিয়ে আসতে হবে। প্রার্থীদের যোগাযোগের ঠিকানা- “The Principal (Officiating), Kamala Nehru College, August Kranti Marg, New Delhi110049”।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Kamala Nehru College Recruitment 2021: নন-টিচিং পদে কলেজে নিয়োগ! কীভাবে আবেদন করবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল