আরও পড়ুনঃ ‘‘বিভিন্ন সময়ে র্যাগিংয়ের ঘটনায় পড়ুয়াদের শাস্তি দেওয়া হয়নি’’, যাদবপুরের বিস্ফোরক রিপোর্ট
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয় বলে অভিযোগ। র্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানিয়েছিল তাঁর পরিবার। থানায় এফআইআর দায়ের করা হয়। তদন্তে নেমে প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পরে, দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে গোটা শিক্ষামহল। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কেন প্রাক্তনীরা থাকছেন, এই নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট।
advertisement
যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রদের প্রতিনিধিরা জানান, প্রাক্তনীদের হোস্টেলে থাকা মেনে নেওয়া যায় না। সেই মামলার শুনানিতে মঙ্গলবার হস্টেল খালি করা নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি। ২৬ শে সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে।