সম্প্রতি ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (Jharkhand Staff Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত নিয়োগের সময় সারণি প্রকাশ করা হয়েছে। যে সকল প্রার্থীরা ঝাড়খণ্ড কমিশন দ্বারা পরিচালিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য উপস্থিত হতে চান তাঁরা ওয়েবসাইটে বা নিচে উল্লিখিত সারণিতে সংশোধিত সময় সারণি দেখতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
JSSC Recruitment 2022: পরীক্ষা সংক্রান্ত বিশেষ ঘোষণা
বিজ্ঞপ্তি অনুসারে, ঝাড়খণ্ড সায়েন্টিক অ্যাসিস্ট্যান্ট কম্পিটিটিভ পরীক্ষা ২০২১-এর জন্য CBT মার্চের তৃতীয় সপ্তাহে পরিচালিত হবে। OMR ভিত্তিক ঝাড়খণ্ড জেনারেল গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা ২০২১ জুন, ২০২২-এর শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের জানিয়ে রাখা ভালো যে JSSC 2022 নিয়োগের বেশিরভাগ পরীক্ষার বিজ্ঞপ্তি এপ্রিলে প্রকাশিত হবে।
JSSC Recruitment 2022: পরীক্ষার পদ্ধতি
ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার উপর নির্ভর করে দুটি ফরম্যাটে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। জেএসএসসি নিয়োগ ২০২১-২২ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মোড এবং OMR শিট মোডে পরিচালিত হবে। পরীক্ষার তারিখের সঙ্গে JSSC পরীক্ষামূলক ফলাফলের তারিখ এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখও পুনঃনির্ধারণ করেছে।
যে সকল প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাঁরা এখানে উপলব্ধ লিঙ্কের http://www.jssc.nic.in/sites/default/files/Revised%20Examination%20Calender%202022.pdf মাধ্যমে জেএসএসসি পরীক্ষার ২০২১-২২ ক্যালেন্ডার চেক করে দেখতে পারেন।
JSSC Recruitment 2022: আগামী পরীক্ষার সময়সূচী
নিম্নে বিস্তারিত ভাবে তালিকা দেওয়া হল-
ঝাড়খণ্ড সায়েন্টিক অ্যাসিস্ট্যান্ট কম্পিটিটিভ পরীক্ষা ২০২২- মার্চের তৃতীয় সপ্তাহ
ঝাড়খণ্ড জেনারেল গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা ২০২২ - মে মাসের শেষ সপ্তাহে
ঝাড়খণ্ড ডিপ্লোমা কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা ২০২২ - এপ্রিলের শেষ সপ্তাহে
এক্সাইজ ইন্সপেক্টর (PET) ২০২২- জুলাইয়ের তৃতীয় সপ্তাহ
এক্সাইজ ইন্সপেক্টর (PET) ২০২২- এপ্রিলের তৃতীয় সপ্তাহ
ITI ইনস্ট্রাকটর ২০২২- জুনের প্রথম সপ্তাহ
ইন্টার লেভেল টাইপিং টেস্ট ২০২২- জুনের দ্বিতীয় সপ্তাহ
ইন্টার লেভেল প্রতিযোগিতামূলক পরীক্ষা ২০২২- জুনের তৃতীয় সপ্তাহ
ম্যাট্রিক স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা ২০২২- জুনের শেষ সপ্তাহ
Keywords: JSSC Recruitment 2022, JSSC
Original Link: https://www.timesnownews.com/jobs/jssc-recruitment-2021-22-jssc-releases-revised-time-table-on-jssc-nic-in-check-dates-here-article-90059383
Written By: Satabdy Kar