TRENDING:

JSSC 2021: ২৮৫ শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন, জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (JSSC 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: সম্প্রতি ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (Jharkhand Staff Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে JSSC JDLCCE ২০২১- এর জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থী যাঁরা ঝাড়খণ্ড ডিপ্লোমা লেভেল কম্বাইন্ড কম্পিটিটিভ একজামিনেশনে (Jharkhand Diploma Level Combined Competitive Examination) অংশ নিতে চান তাঁরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
JSSC 2021
JSSC 2021
advertisement

JSSC JDLCCE 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি। আবেদনপত্র সংশোধন করা যাবে ২৮ ফ্রেব্রুয়ারি থেকে ২ মার্চ। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের অধীনে ২৩২ পদে নিয়োগ, বিশদে জানুন

যোগ্যতা, বিশদ নির্বাচন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের বিস্তারিত জানার জন্য, প্রার্থীদের নিচে দেওয়া চাকরির বিজ্ঞপ্তি পড়তে হবে- http://www.jssc.nic.in/sites/default/files/Brochure%20of%20JDLCCE-2021.pdf

JSSC JDLCCE 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৮৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

JSSC JDLCCE 2021: শূন্যপদে বিস্তারিত বিবরণ

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- ৪৬টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)- ১৮৮টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)- ৫১টি পদ

আরও পড়ুন: ৭৩০ শূন্যপদে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করল পাবলিক সার্ভিস কমিশন, জানুন

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (Jharkhand Staff Selection Commission)
পদের নাম:  জুনিয়র ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ২৮৫
কাজের স্থান:  ঝাড়খণ্ড
কাজের ধরন: স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি:  লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু:  ২৩.০১.২০২২
শিক্ষাগত যোগ্যতা:   ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ২২.০২.২০২২

JSSC JDLCCE 2021: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি থাকা আবশ্যিক।

JSSC JDLCCE 2021: বয়সসীমা

উল্লিখিত পদে আবেদনের জন্য ১৮ থেকে ৩৫ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

JSSC JDLCCE 2021: নির্বাচন পদ্ধতি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লিখিত পরীক্ষা নেওয়া হবে। মূলত লিখিত পরীক্ষায় দু'টি পেপার থাকবে। প্রতিটি পেপারের মান হবে ১২০ এবং প্রতিটি পেপারের জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JSSC 2021: ২৮৫ শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল