রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছে বাঁকুড়া জিলা স্কুলের কিংশুক পাত্র। বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংশুক ছোট থেকেই বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র। অত্যন্ত মেধাবী এই ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি।
advertisement
সেই খেদ মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। সকলকে টপকে একেবারে রাজ্যে প্রথম হয়েছে কিংশুক। কিংশুকের এই সাফল্যে গর্বিত তার পরিবার। ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং কোন পথে এগোবে কিংশুক তা এখনও সেভাবে ঠিক করেনি কিংশুক। তার পছন্দের বিষয় অঙ্ক।
স্বাভাবিকভাবে ছেলের এই কাণ্ডে গর্বিত হয়েছেন বাবা মা। শুধু বাবা মা-ই নয়। গর্বিত গোটা বাঁকুড়া জেলা। বাঁকুড়া হল পশ্চিমবঙ্গের “এডুকেশন হাব”। আর এই হাব থেকেই প্রতিবছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সিরাজ সেরা হয়ে উঠে আসেন বাঁকুড়ার ছাত্র-ছাত্রীরা। এই বছরও সেই ট্রেন্ড ধরা পড়ল, তবে রাজ্যে প্রথম হয়ে একপ্রকার সব লাইম লাইট কেড়ে নিয়েছেন বাঁকুড়ার কিংশুক।
নীলাঞ্জন ব্যানার্জী