WB HFW Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ১২ নভেম্বর এবং সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর, ২০২১ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- ভর্তির টাকা নেই গরুদান করলেই চলবে! বন্ধ হল বিহারের এই ইঞ্জিনিয়ারিং কলেজ
WB HFW Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
WB HFW Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জেনারেল ক্যাটাগরি: ৭৮০টি পদ
তফসিলি জাতি: ৩৩০টি পদ
তফসিলি উপজাতি: ৯০টি পদ
ওবিসি (এ): ১৫০টি পদ
ওবিসি (বি): ১০৫টি পদ
শারীরিক প্রতিবন্ধী: ৪৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার (WB HFW)
পদের নাম: কমিউনিটি হেলথ অফিসার
শূন্যপদের সংখ্যা: ১৫০০
কাজের স্থান: পশ্চিমবঙ্গ
কাজের ধরন: স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১১.২০২১
রেজিস্ট্রেশনের শেষ দিন: ১০.১১.০২১
WB HFW Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীরা সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
WB HFW Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
আরও পড়ুন- টাটা মেমোরিয়াল সেন্টারের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! আজই আবেদন করুন
WB HFW Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটিতে www.wbhealth.gov.in গিয়ে আবেদন করতে পারেন।