SBI Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে (Job Vacancy) আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
SBI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
SBI Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং এবং কমিউনিকেশন)- ৪টি পদ
চিফ ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি)- ২টি পদ
ম্যানেজার (এসএমই প্রোডাক্টস)- ৬টি পদ
ডেপুটি ম্যানেজার (চাটার্ড অ্যাকাউন্টেন্ট)- ৭টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং এবং কমিউনিকেশন), চিফ ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি), ম্যানেজার (এসএমই প্রোডাক্টস), ডেপুটি ম্যানেজার (চাটার্ড অ্যাকাউন্টেন্ট) |
শূন্যপদের সংখ্যা | ১৯ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | রেগুলার বেসিস |
নির্বাচন পদ্ধতি | শর্টলিস্টিং এবং ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৩.০১.২০২২ |
SBI Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে শর্টলিস্টিং এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে। চূড়ান্ত নির্বাচনের জন্য মেধা তালিকা শুধুমাত্র ইন্টারভিউতে প্রাপ্ত স্কোরের নিচের ক্রম অনুসারে প্রস্তুত করা হবে, প্রার্থীর ন্যূনতম যোগ্যতার নম্বর স্কোর সাপেক্ষে ধার্য হবে। যদি একাধিক প্রার্থী সাধারণ কাট-অফ মার্ক স্কোর করেন, এই ধরনের প্রার্থীদের তাদের বয়সের নিম্ন ক্রম অনুসারে মেধায় স্থান দেওয়া হবে।
যোগ্যতা, বিশদ নির্বাচন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের বিস্তারিত জানার জন্য, প্রার্থীদের নিচে দেওয়া চাকরির বিজ্ঞপ্তিটি পড়তে হবে-
প্রার্থীরা আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে ভালো করে দেখে নিতে হবে।