নিয়োগ বিজ্ঞপ্তি SBI-র অফিসিয়াল ওয়েবসাইট — [sbi.co.in](https://sbi.co.in)-এ ৯ মে ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ট্রেনের 3AC কোচে টয়লেটের কাছে বসে সেনা জওয়ানরা, TTE এসে বললেন ‘স্যর, আপনাদের…’! এতেই ঝড় উঠল
বিয়ের রাতে বরের অপেক্ষায় নববধূ, হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে দৌড়! মাকে ফোন করে বললেন, ‘আমার স্বামী…’!
advertisement
মোট শূন্যপদের সংখ্যা:
৩৩২৩টি সার্কেল বেসড অফিসার (CBO) পদ, সার্কেল অনুযায়ী বিস্তারিত শূন্যপদের তালিকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
যোগ্যতার মানদণ্ড:
📘শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং কস্ট অ্যাকাউন্টেন্সির ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা (৩০ এপ্রিল ২০২৫ অনুযায়ী):
সর্বনিম্ন বয়স: ২১ বছর
সর্বোচ্চ বয়স: ৩০ বছর
অর্থাৎ ১ মে ১৯৯৫ থেকে ৩০ এপ্রিল ২০০৪-এর মধ্যে যাঁরা জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন (উভয় তারিখ-সহ)।
আবেদন ফি:
সাধারণ/ওবিসি/ইডব্লিউএস: ₹৭৫০
SC/ST/PwBD: কোনও ফি নেই
ফি অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাংকিং/UPI-এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া (How to Apply):
1. অফিসিয়াল ওয়েবসাইটে যান — [sbi.co.in](https://sbi.co.in)
2. হোমপেজে “Careers” সেকশনে ক্লিক করুন
3. SBI CBO 2025 আবেদনের লিংকে ক্লিক করুন
4. নাম, মোবাইল নম্বর, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন
5. শিক্ষাগত ও ব্যক্তিগত তথ্য পূরণ করুন
6. প্রয়োজনীয় নথিপত্র (ছবি ও সিগনেচার স্ক্যান করে) আপলোড করুন
7. অনলাইনে আবেদন ফি প্রদান করুন
8. ফর্ম সাবমিট করে কনফার্মেশন পেজ ডাউনলোড করে সংরক্ষণ করুন
নির্বাচন প্রক্রিয়া:
* অনলাইন পরীক্ষা
* স্ক্রিনিং
* ইন্টারভিউ
* স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই (Local Language Proficiency Test)
🔗সরাসরি আবেদন লিংক:
👉 [SBI CBO 2025 Application Link](https://sbi.co.in/web/careers) (সরকারি ওয়েবসাইট)
📢 গুরুত্বপূর্ন তারিখ:
আবেদন শুরু: ৯ মে ২০২৫
আবেদন শেষ: ২৯ মে ২০২৫