TRENDING:

Job Vacancy: অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে প্রচুর পদে নিয়োগ, রইল সম্পূর্ণ তথ্য

Last Updated:

Job Vacancy: Oil India Recruitment 2021: ২৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সম্প্রতি অয়েল ইন্ডিয়া লিমিটেডের (Oil India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে  (Job Vacancy) আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.oil-india.com/current_opennew.aspx  গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

Oil India Recruitment 2021: ইন্টাভিউয়ের তারিখ

অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে চুক্তির ভিত্তিতে নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান এবং প্যারামেডিক্যাল স্যানিটারি ইনস্পেক্টর পদে নিয়োগের (Recruitment) জন্য ২৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে অয়েল ইন্ডিয়া লিমিটেড হাসপাতালে, দুলিয়াজানে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত।

advertisement

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশদ নোটিশ ও সরাসরি আবেদনের জন্য প্রার্থীরা এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-https://www.oil-india.com/Document/Career/Medical-Nurse_Pharmacist_Paramedical.pdf

আরও পড়ুন - Harbhajan Singh Retirement: বোলিংয়ের বাইশ গজ ছেড়ে এবার কি রাজনীতির আঙিনায়

Oil India Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

Oil India Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

কন্ট্রাকচুয়াল নার্স- ৯টি পদ

কন্ট্রাকচুয়াল ফার্মাসিস্ট- ৪টি পদ

কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান- ১টি পদ

কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান- ৯টি পদ

কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল স্যানিটারি ইনস্পেক্টর- ২টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited)
পদের নাম কন্ট্রাকচুয়াল নার্স, কন্ট্রাকচুয়াল ফার্মাসিস্ট, কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান, কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল স্যানিটারি ইনস্পেক্টর
শূন্যপদের সংখ্যা ২৫
কাজের স্থান দুলিয়াজান
কাজের ধরন চুক্তিভিত্তিক
নির্বাচন পদ্ধতি ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
ইন্টারভিউয়ের তারিখ ২৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি, ২০২২

advertisement

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং চাকরির সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিশদ বিবরণের জন্য প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন এই লিঙ্ক থেকে- https://www.oil-india.com/Document/Career/Medical-Nurse_Pharmacist_Paramedical.pdf

Oil India Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে হবে। উপরোক্ত পদগুলিতে চুক্তির প্রাথমিক সময়কাল শুধুমাত্র ৬ মাসের জন্য হবে। চুক্তিগত নিযুক্তির মেয়াদ পরবর্তী সময়ে আরও ৬ মাসের জন্য বাড়ানো যেতে পারে। সে ক্ষেত্রে বিভাগীয় প্রয়োজনীয়তা, চাকরির কর্মক্ষমতা, আচরণ, শারীরিক সুস্থতা ইত্যাদির উপর নির্ভর করে কাজের সময়সীমা বাড়ানো যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে প্রচুর পদে নিয়োগ, রইল সম্পূর্ণ তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল