TRENDING:

Job Vacancy: সেনাবাহিনীতে প্রচুর ভ্যাকেন্সি, আবেদনের শেষ দিন ১৪ জুন

Last Updated:

Job Vacancy: Army Eastern Command Recruitment 2022: প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে অর্থাৎ ১৪ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি আর্মি ইস্টার্ন কমান্ডের (Army HQ Southern Command) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আর্মি ইস্টার্ণ কমান্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy: army eastern command recruitment 2022 notification Know all details
Job Vacancy: army eastern command recruitment 2022 notification Know all details
advertisement

Army Eastern Command Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে অর্থাৎ ১৪ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

Army Eastern Command Recruitment 2022: শূন্যপদের বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৫৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

বার্বার- ৯টি পদ

চৌকিদার- ১২টি পদ

লোয়ার ডিভিশন ক্লার্ক- ৩টি পদ

সাফাইওয়ালি- ৩৫টি পদ

হেলথ ইন্সপেক্টর- ১৮টি পদ

কুক- ৩টি পদ

টি/ মেট- ৮টি পদ

ওয়ার্ড সহায়িকা- ৫৩টি পদ

ওয়াশারম্যান- ১৭টি পদ

advertisement

আরও পড়ুন - Explained: কোভিড ১৯ দীর্ঘস্থায়ী ক্ষতি করে দিচ্ছে মহিলাদের শরীরে, কী পার্থক্য হচ্ছে পুরুষ ও নারীতে

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: আর্মি ইস্টার্ন কমান্ড (Army HQ Southern Command)

পদের নাম হেলথ ইন্সপেক্টর, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা  ১৫৮
কাজের স্থান কলকাতা
কাজের ধরণ সরকারি
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
নোটিশের তারিখ ৩০.০৪.২০২২
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম  বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অফলাইন
আবেদনের শেষ তারিখ ১৪.০৬.২০২২

advertisement

Army Eastern Command Recruitment 2022: আবেদনের যোগ্যতা

বার্বার, চৌকিদার, সাফাইওয়ালি, হেলথ ইন্সপেক্টর, কুক, টি/ মেট, ওয়ার্ড সহায়িকা, ওয়াশারম্যান- দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক- দ্বাদশ শ্রেনী পাশ করতে হবে।

Army Eastern Command Recruitment 2022: বয়সসীমা

১৮-২৫ বছরের মধ্যে বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। সংরক্ষিত বর্গের প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

advertisement

Army Eastern Command Recruitment 2022: আবেদন পদ্ধতি

প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে বিভিন্ন ডকুমেন্ট সহকারে আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Commandant, Command Hospital (EC) Alipore, Kolkata 700027’।

Army Eastern Command Recruitment 2022: আবেদন ফি

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Vacancy: সেনাবাহিনীতে প্রচুর ভ্যাকেন্সি, আবেদনের শেষ দিন ১৪ জুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল