সাত বছরের বেশি সময় সীমা ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে রয়েছে। একাধিকবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ হয়েছে। কখনও মেধা তালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ এবং তারপরে মেধাতালিকায় বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আবার কখনও ইন্টারভিউ লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই হাইকোর্টে ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসএসসির উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় নির্দেশ স্কুল শিক্ষা দফতরের সচিবকেও গত সপ্তাহে দিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের advocate-general সঙ্গেও বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব।
advertisement
যদিও চাকরিপ্রার্থীদের দাবি, হাইকোর্টের নির্দেশ মোতাবেক ৩১ জুলাইয়ের মধ্যেই কমিশনকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। অন্যদিকে ইন্টারভিউ লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কমিশনের তরফে কার্যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অফলাইনে অর্থাৎ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। করোনা পরিস্থিতি ঠিক হলে অর্থাৎ বাস-ট্রেন চলাচল শুরু হলে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু গত সপ্তাহের হাইকোর্টের নির্দেশে ধীরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া ফের আটকে গিয়েছে। কমিশন সূত্রে খবর, শনিবারের বৈঠকেই আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। সেক্ষেত্রে বৃহস্পতিবারের মধ্যেই ইন্টারভিউ লিস্ট নম্বর-সহ প্রকাশ করতে চলেছে কমিশন বলেই সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়