TRENDING:

Recruitment 2021|| আর মাত্র ১০ দিন সময়, ইউজিসি-র অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

Last Updated:

UGC-DAE CSR notifies jobs for graduates: প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইউজিসি-ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ সেন্টারের (UGC-DAE Consortium for Scientific Research) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইউজিসি-র অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। প্রতীকী ছবি।
ইউজিসি-র অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। প্রতীকী ছবি।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদনপত্র পূরণের পর তা পাঠাতে হবে প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৮ নভেম্বর, ২০২১ তারিখ। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: মাসে ৬৫,০০০-৮৫,০০০ টাকা বেতন! হিন্দুস্তান পেট্রোলিয়ামে শীঘ্রই নিয়োগ, আজই আবেদন করুন...

UGC-DAE CSR অ্যাটোমিক এনার্জি বিভাগ (Department of Atomic Energy) দ্বারা প্রতিষ্ঠিত ধ্রুব রিঅ্যাক্টর, এনার্জি সাইক্লোট্রন, ইনডাস-১-এর মতো কাজে সমস্ত ভারতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী/ গবেষক/ অধ্যাপকদের গবেষণায় সমন্বয় সাধন করে।

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

শূন্যপদের বিস্তারিত বিবরণ:

জুনিয়র ইঞ্জিনিয়ার
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
স্টেনো-টাইপিস্ট
অ্যাসিস্ট্যান্ট

আগ্রহী প্রার্থীরা আবেদন ফি, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে হলে এই লিঙ্কে https://csr.res.in/news/advt-05-2021.pdf ক্লিক করতে হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা ইউজিসি-ডেএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ (UGC-DAE CSR)
পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনো-টাইপিস্ট, অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা
কাজের স্থান নির্দিষ্ট কিছু জানানো হয়নি
কাজের ধরন কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা কিছু জানানো হয়নি
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ দিন ৩০.১০.২০২১/ আবেদনপত্র পাঠানোর শেষ দিন: ০৮.১১.২০২১

advertisement

আরও পড়ুন: আইআইটি কানপুরে জুনিয়র টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে! কী ভাবে আবেদন করবেন?

আবেদন ফি:

প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকা আবেদন ফি জমা করাতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://recruit.csruserportal.com/ ব্যবহার করতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| আর মাত্র ১০ দিন সময়, ইউজিসি-র অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল