এতদিন টেট উত্তীর্ণ হলে সেই সার্টিফিকেটের মেয়াদ থাকত সাত বছর। মূলত টেট উত্তীর্ণ হলেই তবেই শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা যায় ফলে সাত বছরের মধ্যে কেউ চাকরি না পেলে তাঁকে আবার টেট পরীক্ষায় বসতে হত।
কিন্তু এই ব্যবস্থা কার্যকর হলে, একবার TET পাশ করলে যতদিন কারও চাকরি পাওয়ার বয়স থাকবে, ততদিন তিনি নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। উল্লেখ্য, ২০১১ সালে যাঁরা টেট দিয়েছিলেন, তাঁদের সময় সেই নয়া নিয়ম চালু হবে। ইতিমধ্যে যাঁদের টেট শংসাপত্রের পূর্ব-নির্ধারিত মেয়াদ (সাত বছর) পেরিয়ে গিয়েছে, তাঁদের নয়া শংসাপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
advertisement
Somraj Bondyopadhyay
Location :
First Published :
June 03, 2021 2:23 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
TET Certificate Validity: বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রকের! বাড়ল টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ, কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি
